এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||
বাগেরহাট জেলার রামপালে র্যাপিড একশান ব্যাটেলিয়ন র্যাব-৬ এর অভিযানে ৪ মানব পাচারকারী ও রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে। এদের মধ্যে ২ জন্য গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ছিল। রামপাল থানার ওসি মো. সামসুদ্দীন জানান, শনিবার রাতে রামপাল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ২ জন ও বিভিন্ন মামলায় ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আসামীরা হলেন, উপজেলার রাজনগর গ্রামের হাফিজুর রহমান, উজলকুড় গ্রামের আ. হালিম, কারিরখোলা গ্রামের শহিদুল শেখ, বারুইপড়া গ্রামের শেখ ওমর ফারুক, ঝনঝনিয়া গ্রামের আরিফ বিল্লাহ, মেহেরুন্নেসা, বর্ণি গ্রামের ইমন। এ ছাড়াও র্যব-৬ খুলনা সদস্যরা রবিবার সকাল ৭ টায় ফয়লাহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আটক করে রামপালের তেঘোরিয়া গ্রামের মৃত সৈয়দ ইলিয়াসের পুত্র সৈয়দ আজিজুল হাকিম ওরফে বাপ্পি (২৪), খুলনার বয়রা এলাকার লাভলী বেগম, মেহেরপুর গাংনীর মহব্বতপুরের শাহিনা খাতুন।
পুলিশ জানায়, পাচার মামলার অপর আসামী রামপালের বৃচাকশ্রী গ্রামের আমেনা বেগম পলাতক রয়েছে।