মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ
মহান২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল বাসার (জীবন) এর নেতৃত্বে সকল শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ বেদীতে ১৯৫২ সালের সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএমএসএস বিভাগীয় কমিটির উপ-প্রচার সম্পাদক মোঃ রজিবুল ইসলাম সুইট, অভয়নগর উপজেলা কমিটির সহ-সভাপতি মোঃ আবুল হোসেন,, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম পিকুল, মোঃ শেখ জাবেদ আলীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি অভয়নগর কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার অনুষ্ঠিত হয়।