//তরুন কান্তি পাইক, নিজস্ব প্রতিবেদক//
খুলনা-৪ আসনের তৃতীয় বারের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর পক্ষ থেকে রূপসার ঘাটভোগ ইউনিয়ন এর শিয়ালী বাজারে ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইরান মোল্লার নেতৃত্বে ও এডভোকেট বিশ্বজিৎ তরফদারের পরিচালনায় পথচারীদের মাঝে কোমল পানীয় বিতরণ।
সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহে জনজীবন বিপর্যয়ের মুখে। দেশে গড়ে প্রায় ৪২.০ তাপমাত্রা রয়েছে। তীব্র তাপদাহে মানুষের কাজকর্মে যেমন ব্যাঘাত হচ্ছে তেমনি থমকে যাচ্ছে দিনমজুর পেশার মানুষের জীবন।
এরই মধ্যে মানুষকে স্বস্তি দিতে নিজ উদ্যোগে যুবলীগ নেতা ইরান মোল্লার সহযোগিতা পথচারীদের মাঝে কোমল পানীয় বিতরণ এর কর্মকান্ডের মধ্য দিয়ে এগিয়ে আসছে সাধারণ জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে।
তীব্র প্রবাহে তৃষ্ণার্ত পথচারী ও দিনমজুর মানুষের মাঝে ১লা মে শিয়ালী বাজার পথচারীদের মাঝে কোমল পানীয় বিতরণ করেন।
উক্ত পথচারীদের মাঝে কোমল পানীয় বিতরণ এর মাধ্যমে মো. ইরান মোল্লা, ৫নং ঘাটভোগ ইউনিয়ন বাসীকে জানান দিচ্ছেন যে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজেকে ইউনিয়ন বাসীর কাছে তুলে ধরছেন।