খুলনায় মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার, ৮টি গাড়ি উদ্ধার

খুলনায় মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার, ৮টি গাড়ি উদ্ধার

//খুলনা প্রতিনিধি//

খুলনার রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে ৮টি চোরাই মোটরসাইকেলসহ  ২ সদস্যকে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন চোর সিন্ডিকেটের সক্রিয় সদস‌্য পা‌র্কিং সেন্টা‌রের মালিক মোঃ রজব আলী সরদার(৩৫) ও তার কর্মচারী আল মুজাহিদ সৌরভ(২৭)।

গ্রেপ্তারকৃত মোঃ রজব আলী সরদার রূপসা উপজেলার বাগমারা গ্রামের এবাদুল্লাহ সরদারের ছেলে ও সৌরভ গোপালগঞ্জের কোটলীপাড়া থানার কাকডাঙ্গা গ্রামের মোঃ এবাদত আলী শিকদারের ছেলে। সৌরভ গত কয়েকমাস ধরে তালিমপুর গ্রামে বসবাস করছে।

মামলা সূত্রে পুলিশ জানায়, গত ২৬ মে সকাল আনুমানিক ১০টায় উপজেলার কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে কাজদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ শেখ এর ছেলে মোঃ আল আমিন শেখ এর পালসার মোটর সাইকেলটি চুরি হয়। পরবর্তীতে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে উক্ত আল আমিন র‌্যাব-৬ এ অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে র‌্যাব ২৭ মে রূপসা ও গোপালগঞ্জের মকসুদপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে  গ্রেপ্তার করে। এ ঘটনায়  আল আমিন বাদী হয়ে গত ২৮ মে রূপসা থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং ২০, তারিখ ২৮/০৫/২৩।

মামলার আসামীরা হলো বাগেরহাটের রামপাল থানার বড় সন্যাসী গ্রামের মৃত ইসমাল শেখ এর ছেলে অহিদুল শেখ (৩৮), মোড়েলগঞ্জ থানার উত্তর সুতোলড়ী গ্রামের মোঃ তোফাজ্জল মোল্লার ছেলে মোঃ কুদরত মোল্লা (২৫), গোপালগঞ্জের কাশিয়ানী থানার পিঙ্গোলিয়া গ্রামের শফি মিনের ছেলে রাব্বি মিনে (২০), মকসুদপুর থানার ডাকপাড়া গ্রামের মোঃ ইদ্রিস শেখ এর ছেলে মোঃ সাজ্জাদ শেখ (২৬) ও একই গ্রামের মৃত মোতালেব হোসেন শেখ এর ছেলে মোঃ নিজাম শেখ (২৬)।

মামলাটি তদন্তকালীন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উল্লিখিত চোর সিন্ডিকেটের আরো দুই সদস্যের হেফাজতে পূর্ব রূপসায় বেশ কিছু চোরাই মোটর সাইকেল রয়েছে। সে মোতাবেক ২৮ জুন বিকেল সাড়ে ৫টায় খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান বিপিএম এর সার্বিক দিক নির্দেশনা এবং থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ও ওসি তদন্ত সিরাজুল ইসলামের নেতৃত্বে এসআই আব্দুল কাইয়ুমসহ সঙ্গিয় পুলিশ সদস্যদের সহায়তায় পূর্ব রূপসাস্থ সরদার মোটর সাইকেল পার্কিং ‌সেন্টা‌রে অভিযান চালায়। অভিযানে কাজদিয়া থেকে চুরি হওয়া আল আমিন এর পালসার মোটর সাইকেলসহ বিভিন্ন কোম্পানীর ৮টি চোরাই মোটর সাইকেল উদ্ধার এবং চোর সিন্ডিকেটের সক্রিয় সদস‌্য পা‌র্কিং সেন্টা‌রের মালিক মোঃ রজব আলী সরদার ও তার কর্মচারী আল মুজাহিদ সৌরভকে গ্রেপ্তার করে পুলিশ।

রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান,  পূর্ব রূপসা ঘাট এলাকা থেকে ৮টি চোরাই কৃত মোটরসাইকেল সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে রূপসা থানায় নিয়মিত মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *