//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার ইউক্রেনে নতুন তিন লাখ সেনা জড়ো করার ডিক্রি জারি করেছেন।
এ তিন লাখ সেনা প্রশিক্ষণ শেষে ইউক্রেনের ভেতর ঢুকে পরবেন।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু বলেছেন, ইউক্রেনে রুশ সেনারা যেসব অঞ্চল স্বাধীন করেছে সেগুলো রক্ষা করতে তিন লাখ সেনাকে জড়ো করা হবে।
গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পুতিনের এমন ঘোষণার পর ভয় ও আতঙ্ক কাজ করছে ইউক্রেনের সাধারণ মানুষদের মধ্যে। অবশ্য আবার অনেকে বিষয়টি তুচ্ছ তাচ্ছিল্যও করছে।
আল জাজিরা কয়েকজনের সঙ্গে এ নিয়ে কথা বলে। তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
কিয়েভে বাস করা সেনিয়া বোরোদেঙ্কো নামে ৩৩ বছর বয়সী এক বিক্রয়কর্মী আল জাজিরাকে বলেন, আমাদের মাটির জন্য আরও সার (রুশ সেনাদের মৃতদেহ) আসছে।
তবে তিনি ইউক্রেনের সেনাবাহিনীর সদস্যদের জন্য উদ্বিগ্ন হয়ে আছেন বলে জানিয়েছেন। কারণ তাদেরই রুশ সেনাদের মোকাবেলা করতে হবে।
বোরোদেঙ্কো নামে অপর একজন বলেন, আমাদের ছেলেরা ওদের বিরুদ্ধে লড়াই করে মারা পড়বে। যদি আমরা তাদের ১০০ জনকেও হত্যা করি কিন্তু আমাদের একজনও মারা যায় তাহলে এটিই হবে বিরাট ক্ষতি।
নাদিয়া গোরদিয়াক নামে একজন আঞ্চলিক নারী নেত্রী বলেন, রাশিস্টদের নির্মূল আরও তীব্র হবে। কিন্তু নতুন করে সেনা জড়ো করার কারণে যদি যুদ্ধ বাড়ে তাহলে পূর্ব দিকে আরও বেশি সাধারণ মানুষ মারা যাবে। এটি আসলে সত্যিই ভয়ানক।
ইহোর ত্রুবেনক নামে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার বলেন, রাশিয়ান দখলদারদের হত্যা করা ছাড়া ইউক্রেনের হাতে অন্য কোনো উপায় নেই। যেহেতু কোনো উপায় নেই আমারা কোনো কেয়ার করি না কারা জড়ো হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে ইউক্রেনের একজন সেনা জানান, তারা ভীত না। কারণ রাশিয়া এসব সেনাদের জড়ো করার জন্য যে সময় নেবে এই সময়টায় তারা আরাম করতে পারবে।
কিন্তু তিনি সঙ্গে বলেছেন, রাশিয়া যদি নতুন তিন লাখ সেনাকে সরাসরি যুদ্ধে পাঠিয়ে দেয় তাহলে এটি হবে ভয়ানক বিষয়। কারণ এসব রুশ সেনাদের মরতে হবে।
তার মতে এটি হবে অপ্রীতিকর এবং বিরক্তিকর। কিন্তু এটি এমন কিছু নয় যা নিয়ে তাদের খুব ভয় পেতে হবে।
সূত্র: আল জাজিরা
