শুধু ইউক্রেন-রাশিয়া নয় , বিশ্বজুড়েই বিরাজ করছে চরম উত্তেজনা

শুধু ইউক্রেন-রাশিয়া নয় , বিশ্বজুড়েই বিরাজ করছে চরম উত্তেজনা

//আন্তর্জাতিক ডেস্ক//

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন নিয়ে শুধু ওই দুদেশ নয়, বিশ্বজুড়েই বিরাজ করছে চরম উত্তেজনা। এই পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য পশ্চিমাদের সঙ্গে সুর মিলিয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। আরব নিউজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের নাগরিকদের জন্য ইউক্রেনে ভ্রমণে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন নির্দেশনা দিয়েছে। রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ার কারণে শনিবার কিয়েভে অবস্থিত সৌদি দূতাবাস  ইউক্রেনে অবস্থিত সৌদি নাগরিকদের দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। সৌদি নাগরিকদের দ্রুত ওই দেশ ছাড়ার সুবিধার্থে এই আহ্বান জানায় সৌদি দূতাবাস।

এছাড়া ইউক্রেন ভ্রমণ না করার জন্য সৌদি নাগরিকদের আহ্বান জানানো হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

সৌদি আরব ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও ইরাকও তাদের নাগরিকদের ইউক্রেন ভ্রমণে নিশেধাজ্ঞা আরোপ করেছে।  ইউক্রেনে থাকা নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও তাদের দেশের নাগরিকদের যত দ্রুত সম্ভব ইউক্রেন ছাড়ার আহ্বান জানায়।

এদিকে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন নিয়ে  উত্তেজনার মধ্যে শনিবার কিয়েভ থেকে জরুরি নয় এমন কূটনীতিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে শুধু যুক্তরাষ্ট্রই নয়, শনিবারই কিয়েভ থেকে কয়েকজন কূটনীতিক সরানোর ঘোষণা দিয়েছে রাশিয়া।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

চাঁদপুর হাইমচরে ওহাবীয়া এতিমখানার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রের অভিযোগ

হাইমচরে সরকারি প্রকল্পের খাল খননে বাঁধা, পুনরুদ্ধারে কৃষকদের মানববন্ধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *