//অনলাইন ডেস্ক//
২০২২ ফুটবল বিশ্বকাপ হতে চলেছে ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও দামি ফুটবল আসর।
আগামী ২১ নভেম্বর বিশ্বকাপ ফুটবলের পর্দা উন্মোচন হবে কাতারের বৃহত্তম শহর আল-খোরের আল বায়াত স্টেডিয়ামে।
আরবের সংস্কৃতি ও ঐতিহ্য তাঁবুর আদলে নির্মিত স্টেডিয়ামটিতে রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা।
কাতারে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের বাকি আরও প্রায় নয় মাস। এরই মধ্যে দেশটি নিজেকে সাজিয়েছে এক নতুন রূপে।
রাজধানী দোহা থেকে ৫০ কিলোমিটার উত্তরের শহর আল খোরে অবস্থিত আল বায়াত স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের উদ্বোধনের শুভ সূচনা হবে দুপুর ১টায়- এ গ্রুপ বনাম বি গ্রুপের মধ্যকার একটি ম্যাচের মাধ্যমে। স্বাগতিক দেশ হিসেবে অন্য একটি দেশের বিপক্ষে কাতার মোকাবিলা করবে। তার আগেই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এবারের বিশ্বকাপের অন্যতম ব্যস্ততম ভেন্যু হিসেবে আল বায়াত স্টেডিয়ামকে বিবেচনা করা হচ্ছে। ৬০ হাজার দর্শক ধারণক্ষমতার এ স্টেডিয়ামে সেমিফাইনালসহ গ্রুপ পর্বের নয়টি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপ উদ্বোধনী ভেন্যুর শহর আল-খোরে কাতারি নাগরিকদের পাশাপাশি বিশ হাজারের অধিক প্রবাসী বাংলাদেশির বসবাস। উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রিয় দলের খেলা মাঠে বসে দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষায় আছেন এ শহরে বসবাসরত বাংলাদেশিরা।
আল-বায়াত স্টেডিয়ামের দিনের সৌন্দর্যের চেয়ে রাতের সৌন্দর্য আরও মনোমুগ্ধকর। স্টেডিয়ামের প্রধান ফটকের পাশে রয়েছে সুবিশাল লেক, যেখানে ভেসে চলে নানা ধরনের হাঁস এবং কিচিরমিচির করে বহু প্রজাতির পাখি। এছাড়া বিভিন্ন রকমের লাইটিং দ্বারা সজ্জিত করা হয়েছে স্টেডিয়ামটি। আল-বায়াত স্টেডিয়ামটির বিকাল বেলা ও রাতের এ সৌন্দর্য উপভোগ করতে দূরদূরান্ত থেকে আসেন প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা।
৮৫ বার পেছানো সাগর-রুনি হত্যার তদন্ত নিয়ে জাতিসংঘ কি বলল
