//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//
খুলনার রূপসার একটি বিল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) পূর্ব পাশের বিল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়।
আনুমানিক ৩০ বছর বয়সের নিহত ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি। নিহত যুবকের কালো রংয়ের টি শার্ট ও প্যান্ট পরিহিত ছিল।
রূপসা থানার ওসি তদন্ত মো:সিরাজুল ইসলাম জানান, রূপসা ব্রীজের পূর্বপাশে জনৈক এস এম আমজাদ হোসেনের মাছের ঘেরে এলাকাবাসী এক ব্যক্তির লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইতিমধ্যেই লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআই ও সিআইডির টিম চেষ্টা অব্যাহত রেখেছেন।
ঘটনার খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।
