বরগুনায় তরুণ্যের ভাবনা শীর্ষক যুব সমাবেশ অনুষ্ঠিত

বরগুনায় তরুণ্যের ভাবনা শীর্ষক যুব সমাবেশ অনুষ্ঠিত

//এইচ এম দেলোয়ার,আমতলী, বরগুনা প্রতিনিধি//

বাংলাদেশ বিনির্মানে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় তারুণ্যের ভাবনা শীর্ষক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে একশনএইড এর সহযোগিতায় এনএসএস এর আয়োজনে ইয়োথ ইন সিপিং এজেন্ডা বাংলাদেশ ২.০ বিষয়ে ৩ শতাধিক তরুণ সদস্যদেরকে নিয়ে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরগুনায় তরুণ্যের ভাবনা শীর্ষক যুব সমাবেশ অনুষ্ঠিত

সমাবেশ উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মো: শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের প্রফেসর ড. মাহবুব রব্বানী,প্রফেসর আহমেদ পারভেজ,কৃষি বিভাগের উপপরিচালক ড. আবু সৈয়দ যোবায়দুল আলম,বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার  মোঃ শামীম মিয়া,বরগুনা প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট সোহেল হাফিজ,সমাজসেবা অফিসার মো: হেমায়েত উদ্দিন ও এনএসএস এর পরিচালক শাহাবুদ্দিন পান্না।

সমাবেশে তরুনদের নতুন বাংলাদেশ তৈরীতে সুপারিশ তুলে ধরা হয়। এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় জেলায় কি পরিমাণ ক্ষতি হচ্ছে তা নিয়ে ” লবন জলে,জীবন জলে” নামে একটি মঞ্চনাটক অনুষ্ঠিত হয়। এর মাধ্যমেই বিভিন্ন প্রশ্নের উত্তর ও সুপারিশ করে থাকেন অংশগ্রহণকারী তরুণ ও অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *