রূপসায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনত

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

রূপসার তালিমপুর গ্রামে ওমর বিল মারুফ শিকদার এর বিরুদ্ধে করা মানবন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মারুফের ভাই আরিফুর রহমান শিকদার।

রবিবার বিকাল চারটায় সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন কার্যালয়ে  অনুষ্ঠিত  সম্মেলনে তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারী দুপুরে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের তালিমপুর গ্রামে  মারুফ শিকদার এর বিরুদ্ধে মানবন্ধনে যে সকল কথা বলা হয়েছে তা সম্পৃণ মিথ্যা ও অপপ্রচার মাত্র। মারুফ  সন্ত্রাসী কিংবা কোন মাদক ব্যবসার সাথে জড়িত নয় বা আগেও কোন দিন জড়িত ছিলনা।

লিখিত বক্তৃতায় তিনি আরো বলেন, তাদের মাত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি গ্রাস করার জন্য স্থানীয় কিছু কুচক্রি মহল তাদের হীন স্বার্থ উদ্ধার করার জন্য স্থানীয় থানা প্রশাসনকে ভুল বুঝিয়ে এবং মিথ্যা তথ্য পরিবেশন করে কথিত এই মানবন্ধের আয়োজন করে।

রূপসার তালিমপুর গ্রামে তার মায়ের কিছু জমি রয়েছে উক্ত জমিতে প্রায় ১০০শত বছর ধরে ভোগ দখল করে আসছেন। তাদের দানকৃত জমির উপর মসজিদ ও মাদ্রাসা নির্মিত হয়েছে।

উক্ত জমিতে ভোগ দখল থাকা অবস্থায় স্থানীয় ভূমি দস্যু হিসাবে খ্যাত হাফিজ ও মোতাসুম বিল্লাহসহ কতিপয় ব্যক্তি তাদের জমির উপর বালি রেখে ব্যবসা শুরু করে। মারুফ  তাদের জমির উপর বালি রেখে ব‍্যবসা করার কথা জানতে চাইলে পাশে থাকা হেলাল, হাফিজ, মোতাসুম বিল্লাহসহ অজ্ঞাত নামা ১৫/২০জন ব্যক্তি মারুফকে মারপিট করে।

তাদের জমি রেল কৃর্তপক্ষ  লিজ ইতিপূর্বে রেলওয়ের খাস সম্পত্তি লিজ নিয়ে তা বিক্রী করার অপরাধে উক্ত ব‍্যক্তিদের  জেল জরিমানা হয়েছে। হেলালের বিরুদ্ধে একাধীক মামলা আদালতে চলমান রয়েছে।  তা ছাড়া তার বিরুদ্ধে মাদক কারবারী,  ভূমিদস‍্যু ও চাঁদা বাজির অভিযোগ রয়েছে।

স্থানীয় সালাম ও সাইফুল  বিষয়টি মিমাংসা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২ পক্ষকে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করে।

কিন্তু ঘটনার দিন তারা মিমাংসা না করে স্থানীয় প্রাশাসন ও তাদের দলীয় কিছু নেতাকর্মীদের নিয়ে এই অপপ্রচার চালায়। তাতে  সামাজিক যোগযোগের মাধ্যমে ছড়িয়ে সামাজিক মর্যাদা ও মান সম্মনের ক্ষতি করেন বলে সংবাদ সম্মেলনে দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *