আমতলী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন এম,এ কাদের মিয়া

আমতলী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন এম,এ কাদের মিয়া

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলা পরিষদ এর উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় আমতলী উপ নির্বাচনের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আমতলীর প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট এম,এ কাদের মিয়া।

২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে ঋণখেলাপির তথ্য গোপন করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে অংশগ্রহণ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরোয়ার ফোরকান। পরে ঋণখেলাপির দায়ে ফোরকানকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়ে নিজেকে উপজেলা চেয়ারম্যান ঘোষণার জন্য ওই বছরের ২১ এপ্রিল আদালতে মামলা দায়ের করেন ছজু। মামলায় নিম্ম আদালত থেকে উচ্চ আদালত আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান এর প্রার্থীতা অবৈধ ঘোষণা করে উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এর পদ শুন্য ঘোষণা করেন।

পরবর্তীতে নির্বাচন কমিশন উপ নির্বাচনের তফসিল ঘোষণা করলে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন ফরম বিক্রি শুরু করেন।

আমতলী উপজেলা পরিষদ এর উপ নির্বাচনে দলীয় মনোনয়ন  পেতে মোট আটজন মনোনয়ন ফরম ক্রয় করলেও দলীয় মনোনয়ন বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার শেষে আজ বিকেল পাঁচ টায় আমতলী উপজেলা পরিষদ এর উপ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে এডভোকেট এম,এ কাদের মিয়ার নাম ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *