রাজ্জাক সভাপতি, তৌহিদ সম্পাদক রূপসা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

রূপসা রিপোর্টার্স ক্লাবের এক সভা গতকাল বিকালে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে (২০২৫-২৭) ক্লাবের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি আ: রাজ্জাক শেখ, (জাতীয় দৈনিক যায়যায়দিন, দৈনিক অবজারভার, দৈনিক খোলা কাগজ), সিনিয়র সহ-সভাপতি শেখ মোয়াজেম হোসেন, (জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার সিনিয়র রির্পোটার), কার্যকরী সহ-সভাপতি এস এম নুর ইসলাম, (জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ সিনি: স্টাফ রিপোর্টার), সাধারণ সম্পাদক মো: তৌহিদ উদ্দিন শেখ, (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন), যুগ্ম-সম্পাদক মো: মামুন শেখ (জাতীয় দৈনিক আমার বার্তা ও আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ মো: শামীম চোধূরী, (স্টাফ রিপোটার্র দৈনিক আজকের কন্ঠস্বর), সাংগঠনিক সম্পাদক  মো: গোলাম রব্বানী, (স্টাফ রির্পোটার দৈনিক জন জাগরণ), আইন বিষয়ক সম্পাদক এড. মো: রায়হান আলী, (জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন খুলনা ব্যুরো), দপ্তর সম্পাদক  ফালগুনি দাস ( জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার). প্রচার সম্পাদক গোলাম হোসেন ডালিম, (অপরাধ তথ্যচিত্র), নির্বাহী সদস্য এইচ এম রোকন  (দৈনিক পূর্বাঞ্চল নিজস্ব প্রতিবেদক), নির্বাহী সদস্য খাঁন শফিকুল ইসলাম, (সম্পাদক ও প্রকাশক দৈনিক সূবর্ণ নিউজ), নির্বাহী সদস্য ফ ম আইয়ুব আলী (দৈনিক প্রবর্তন), নির্বাহী সদস্য মো: মিরাজ শেখ, (দৈনিক গণবার্তা), সদস্য মোল্লা জাহাঙ্গির আলম, (জাতীয় দৈনিক বাংলার দুত স্টাফ রিপোর্টার), মো: মাহাবুব আলম (জাগরণী টিভি খুলনা প্রতিনিধি), বাণীব্রত মজুমদার (প্রকাশক ও সম্পাদক দৈনিক বিশ্ব), মোঃ ফিরোজ শেখ (খুলনার বাণী স্টাফ রিপোর্টার), মো:  কুরবান শেখ, (দৈনিক আজকের কন্ঠস্বর, রূপসা প্রতিনিধি), রাণী শিকদার, জাতীয় দৈনিক বাংলার দুত রূপসা প্রতিনিধি)।

খুলনার রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

//খুলনা ব্যুরো//

খুলনার রূপসা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা বুধবার ( ২৫জুন ) সকাল সাড়ে ১১ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানজিদা রিকতা।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাজেদুল হক কাউসার ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এমন আনোয়ারুল কুদ্দুস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, অধ্যক্ষ ( ভার:)অজিত কুমার সরকার,

আনসার ভিডিপি কর্মকর্তা বিপুল গাজী, ফায়ার সার্ভিসের মোঃ মোশরেফ হোসেন, মুক্তিযুদ্ধা তৈয়বুর রহমান, আ: মালেক শেখ উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা লবিবুল ইসলাম,উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন মল্লিক, মাদ্রাসা সুপার মাওলানা শফিউল্লাহ, উপজেলা দুর্নীতী প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফরিদ শেখ, ইউপি প‍্যানেল চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, আসাবুর রহমান, মোঃ মাসুম শেখ ,মো.জিয়াউল ইসলাম , উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ.রাজ্জাক শেখ,
প্রেস ক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, রূপসা রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব মোঃ তৌহিদ উদ্দিন শেখ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইউসা মোল্লা, সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মোঃ বেনজির হোসেন, ছাত্র প্রতিনিধি
তামিম হাসান লিয়ন, মেহেরাব হোসেন, তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ প্রমূখ।

রূপসা রিপোর্টার্স ক্লাব ও ইউএনও’র  মতবিনিময়

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

উন্নত জাতি বিনির্মাণে সাংবাদকিরা অগ্রণী ভূমকিা পালন করে। দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অতি গুরুত্বর্পূণ একটি বিষয়। সাংবাদিকরা হলেন জাতির বিবেক। তাই দেশকে আরো এগিয়ে নিতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্তগুরুত্বর্পূণ। সাংবাদিক জাতির দর্পন, দেশ ও জাতির কল্যানে তারা জীবন বাজি রেখে সংবাদ সংগ্রহ করে জাতির নিকট তুলে ধরে।  রূপসা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় সভায় উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা একথা বলেন।

২৩জুন (সোমবার)  দুপুরে  উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন  ক্লাবের আহবায়ক  আ: রাজ্জাক শেখ, সদস্য সচিব মোঃ তৌহিদ উদ্দিন শেখ,  সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন, মোঃ মামুন শেখ, গোলাম হোসেন ডালিম, গোলাম রব্বানী, ফিরোজ শেখ,  ফ ম  আইয়ুব আলী ,শামীম চৌধুরী, মুছা শেখ ।

মতবিনিময় শেষে রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ নবাগত  নির্বাহী কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা জানান।

খুলনার রূপসায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা

//খুলনা ব্যুরো//

খুলনার রূপসায় সাব্বির শেখ (১৯) নামে এক কলেজ ছাত্র গলায় লুঙ্গি পেঁচিয়ে আম গাছে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। নিহত যুবক ইলাইপুর গ্রামের মোঃ রবিউল ইসলামের পুত্র। সে রূপসা কলেজে একাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলা নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের সাব্বির শেখ অনেক রাত করে বাড়ি আসায় পরিবাররের লোকজন তাতে বকা দেয়। সেই ক্ষোভে নিজের ব্যবহৃত লুঙ্গী গলায় পেঁচিয়ে বাড়ীর ভিতরে আম গাছের সাথে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে ১২জুন রাত ৩টার সময় ফেসবুকে “জীবনের ইতি পূর্বে হোক সবার কাছে ক্ষমা প্রার্থী” কথাটি লিখে গেছেন।

তবে মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি বলে পুলিশ জানায়। ঘটনার খবর পেয়ে থানা পুলিশের এসআই ইমরান খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেছেন। ধারনা করা হচ্ছে পারিবারের উপর অভিমান করে সে আত্মহত্যা করতে পারে।

রূপসা রিপোর্টার্স ক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

বিশিষ্ট ব্যবসায়ী ও যুবনেতা মহিউদ্দিন লিটুর আয়োজনে রূপসা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে বৃহস্পতিবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক  যুগ্ম সাধারণ সম্পাদক জি এম  কামরুজ্জামান টুকু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়  মুন্না সরদার,  টিএসবি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এইচ এম কামরুল ইসলাম, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ:রাজ্জাক শেখ, সাধারণ সম্পাদক  খান শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৌহিদ উদ্দীন শেখ, ক্রীড়া সম্পাদক গোলাম হোসেন ডালিম, সদস‍্য গোলাম রব্বানী, রাণী শিকদার। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক শামীম চৌধুরীসহ অনেকেই।

রূপসায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনত

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

রূপসার তালিমপুর গ্রামে ওমর বিল মারুফ শিকদার এর বিরুদ্ধে করা মানবন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মারুফের ভাই আরিফুর রহমান শিকদার।

রবিবার বিকাল চারটায় সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন কার্যালয়ে  অনুষ্ঠিত  সম্মেলনে তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারী দুপুরে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের তালিমপুর গ্রামে  মারুফ শিকদার এর বিরুদ্ধে মানবন্ধনে যে সকল কথা বলা হয়েছে তা সম্পৃণ মিথ্যা ও অপপ্রচার মাত্র। মারুফ  সন্ত্রাসী কিংবা কোন মাদক ব্যবসার সাথে জড়িত নয় বা আগেও কোন দিন জড়িত ছিলনা।

লিখিত বক্তৃতায় তিনি আরো বলেন, তাদের মাত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি গ্রাস করার জন্য স্থানীয় কিছু কুচক্রি মহল তাদের হীন স্বার্থ উদ্ধার করার জন্য স্থানীয় থানা প্রশাসনকে ভুল বুঝিয়ে এবং মিথ্যা তথ্য পরিবেশন করে কথিত এই মানবন্ধের আয়োজন করে।

রূপসার তালিমপুর গ্রামে তার মায়ের কিছু জমি রয়েছে উক্ত জমিতে প্রায় ১০০শত বছর ধরে ভোগ দখল করে আসছেন। তাদের দানকৃত জমির উপর মসজিদ ও মাদ্রাসা নির্মিত হয়েছে।

উক্ত জমিতে ভোগ দখল থাকা অবস্থায় স্থানীয় ভূমি দস্যু হিসাবে খ্যাত হাফিজ ও মোতাসুম বিল্লাহসহ কতিপয় ব্যক্তি তাদের জমির উপর বালি রেখে ব্যবসা শুরু করে। মারুফ  তাদের জমির উপর বালি রেখে ব‍্যবসা করার কথা জানতে চাইলে পাশে থাকা হেলাল, হাফিজ, মোতাসুম বিল্লাহসহ অজ্ঞাত নামা ১৫/২০জন ব্যক্তি মারুফকে মারপিট করে।

তাদের জমি রেল কৃর্তপক্ষ  লিজ ইতিপূর্বে রেলওয়ের খাস সম্পত্তি লিজ নিয়ে তা বিক্রী করার অপরাধে উক্ত ব‍্যক্তিদের  জেল জরিমানা হয়েছে। হেলালের বিরুদ্ধে একাধীক মামলা আদালতে চলমান রয়েছে।  তা ছাড়া তার বিরুদ্ধে মাদক কারবারী,  ভূমিদস‍্যু ও চাঁদা বাজির অভিযোগ রয়েছে।

স্থানীয় সালাম ও সাইফুল  বিষয়টি মিমাংসা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২ পক্ষকে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করে।

কিন্তু ঘটনার দিন তারা মিমাংসা না করে স্থানীয় প্রাশাসন ও তাদের দলীয় কিছু নেতাকর্মীদের নিয়ে এই অপপ্রচার চালায়। তাতে  সামাজিক যোগযোগের মাধ্যমে ছড়িয়ে সামাজিক মর্যাদা ও মান সম্মনের ক্ষতি করেন বলে সংবাদ সম্মেলনে দাবী করেন।

রূপসায় মাংস ব্যবসায়ীর লাশ নদী থেকে উদ্ধার

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

মাংস ব্যবসায়ী জুয়েল শেখ এর  লাশ  সেনের বাজার এলাকার নদীর চর থেকে  উদ্ধার করেছে পুলিশ।

সে আইচগাতি ইউনিয়নের সেনের বাজার এলাকায় মাংস বিক্রি করতেন এবং উপজেলার সিংহের চর এলাকার জনৈক জহুর শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ মো: মাহফুজুর রহমান বলেন, রূপসা উপজেলার সেনের বাজার এলাকার মাংস বিক্রির টাকাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় ৩ কসাইয়ের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে জুয়েল শেখ ও রুবেল শেখ মাংস ব্যবসায়ী আরিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে হাসপাতালে সে মারা যায়।

এ ঘটনার পরপর স্থানীয়রা কসাই জুয়েল শেখকে ধাওয়া দিলে আত্মরক্ষার্থে সে নদীতে ঝাঁপ দেয়। পরবর্তীতে তার আর কোন সন্ধান পাওয়া যায় না। রোববার সকাল সোয়া ৯ টার দিকে নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে কসাই জুয়েল শেখের মরদেহ উদ্ধার করা হয়।

মাংস ব্যবসায়ী আরিফ হত্যা মামলার  আসামি জুয়েল ।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় খুলনার সদর এলাকার মাংস ব্যবসায়ী আরিফ রূপসা উপজেলার সেনের বাজার এলাকার রুবেলে মাংসের দোকানে টাকা আনতে যায়। সেখানে গেলে মাংস বিক্রেতা জুয়েল ও রুবেলের সাথে আরিফের কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যাযে তারা দু’ভাই আরিফকে ধারালো চা পাতি দিয়ে মাথায় আঘাত করে। প্রথমে তাকে খুলনা সদর হাসপাতালে এবং পরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

রূপসায় জরাজীর্ণ স্কুল পরিদর্শন বৈষম্য বিরোধী ছাত্রদের

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

সরকার আসে সরকার যায় কিন্তু জরাজীর্ণ স্কুলের কোন পরিবর্তন দেখা যায় না। সরকারের বরাদ্দের টাকা উন্নয়ন প্রকল্পে দেওয়ার কথা থাকলেও টাকা বিনিয়োগ করা হয় যার যার নিজেদের প্রকল্পে।

প্রাথমিক পর্যায়ে শিশুদের বেড়ে ওঠার হাতে খড়ি দেওয়া হয় প্রাথমিক স্কুল গুলোতে। জরাজীর্ণ স্কুল গুলোর জন্য আলাদাভাবে পরিষদ থেকে কোন প্রকল্প দেওয়া হয় না। শ্রীফতলার ইউনিয়নের পালের হাট বাজার চত্বরে অবস্থিত ভৈরব কিন্ডার গার্ডেন এন্ড স্কুল ২০০১ সালে স্থাপিত হয়। তখন থেকে এখনো পর্যন্ত সুনামের সাথে শিশুদের নিয়ে ভালোভাবে চলছে শিক্ষা প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির পরিচালক মোল্লা সেলিম আজাদের কাছে জানতে চাইলে তিনি বলেন ১৭৫ জন শিক্ষার্থীদের মধ্যে প্রতিদিন ১৫০ জন শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে উপস্থিত থাকে। স্কুলটিতে পর্যাপ্ত পরিমান ফ্যানের অভাবে তীব্র তাপদাহে শিশুদের ক্লাস করতে সমস্যা হয়, নেই যাতায়াতের সুব্যবস্থা, ভবনের অভাব, বৃষ্টির সময়ে জলাবদ্ধতার সৃষ্টি নানাবিধ সমস্যার মধ্যেও পিছিয়ে নেই শিক্ষা প্রতিষ্ঠানটি।

২০২৪ সালে ৬ জন শিক্ষার্থী শিক্ষা বৃত্তি পেয়েছে। প্রতিষ্ঠানটির দুরবস্থা দেখে আজ সোমবার সকালে পরিদর্শনে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক তামিম হাসান লিওনসহ ছাত্র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা হেলালের পক্ষ থেকে রূপসায় সাংবাদিকদের শীতের উপহার প্রদান

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আজিজুল বারি হেলালের পক্ষ থেকে রূপসার সাংবাদিকদের মাঝে শীতের উপহার বিতরণ করেন শনিবার বেলা ১১ টায় রূপসা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দল।

ক্লাবের সভাপতি আ: রাজ্জাক শেখের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও  ক্রীড়া ব্যক্তিত্ব মোল্লা খায়রুল ইসলাম।

এ সময় প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রনু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু,জেলা বি এন পির সাবেক সদস্য সেখ আলী আজগার,  উপজেলা বিএনপির সদস্য সচিব  মো: জাবেদ হোসেন মল্লিক, জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন,  এ্যাড, তফসিরুজ্জামান, বাদশা জুমাদ্দার,ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন খান, মো: মহিউদ্দিন মিন্টু, সদস্য সচিব আজিজুল ইসলাম, দিদারুল ইসলাম,  শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির  সদস‍্য সচীব শাহাবুদ্দিন ইজারাদার ,সাজ্জাদ সরদার,  জেলা যুবদলের সাবেক সহ সভাপতি রিয়াজ মোল্লা,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুন্না সরদার, সারাদ হেসেন, জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি শহানাজ, রুকসানা,

জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বনি আমিন সোহাগ,  মাসুদ খান, লিটন মোল্লা, আবু তাহের হীরা, আলিম হোসেন খান, নয়ন মোড়ল, রয়েল আজম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন সিকদার, সদস্য সচীব আসাদুজ্জামান  রহমান বিপ্লব, উপজেলা ছাত্রদলের আবু সাঈদ, ইমতিয়াজ হোসেন, তরিকুল ইসলাম  রিপন,  ওসমান গণি, মেহেদি হাসান, দেলোয়ার হোসেন, টিএসবি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের  আহবায়ক মাসুদ শিকারী, সদস‍্য সচীব নাইম ইসলাম,আজাদ শেখ, গোলাম রসুল,  ফরিয়াদ হোসেন, ইমরান শেখ এনায়েত, হাসানাত  দেলোয়ার প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ পেপার বিক্রেতাদের মাঝেও শীতের উপর প্রদান করেন।

রূপসায় ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত

//রূপসা, খুলনা প্রতিনিধি//
উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্বোধন র‍্যালী রবিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি অপ্রতিম কুমার চক্রবর্তী, কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:মো: আহসান হাবীব প্রমানিক,
মেডিকেল অফিসার ডা: পিকিং শিকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বোরহান উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, টিএসবি ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আসাবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফরিদ শেখ, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ.রাজ্জাক শেখ, সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক বেনজির হোসেন, ইউপি সদস‍্য ইনতাজ মোল্লা, সাংবাদিক মামুন শেখ, ছাত্র প্রতিনিধি তামিম হাসান লিওন, মোহাম্মদ তরিকুল ইসলাম, সাইদুর ইসলাম রাজু,মিরাজ হাওলাদার, সিয়াম সরদার, মিরাজ হোসেন প্রমূখ।