খুলনার রূপসায় জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্বোধন

 

 রূপসায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা  ২২ এপ্রিল বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: আনিচুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা: সঙ্গিতা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ডা: শেখ কামরুল হুদা, ডা: সেহেলিনা জাফরিন, ডা: নাসরিন সুলতানা, ডা: রুখসানা রশীদ, ডা: দীপা পোদ্দার, ডা: পিংকিং শিকদার  প্রমুখ।

 খুলনার রূপসায় জাতীয় পুষ্টি সপ্তাহ এর উদ্বোধন

আরও উপস্থিত ছিলেন- পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল বশির খান, মুক্তিযোদ্ধা আ: সাত্তার, রবিন্দ্র নাথ বিশ্বাস, সন্তোষ চিন্তা পাত্র, হাবিবুর রহমান। আনুষ্ঠান পরিচালনায় স্যানিটারী ইনেসপেক্টর মো. মোকতার হোসেন।

//আ: রাজ্জাক, খুলনা ব্যুরো//

 

বাগেরহাটে হরিণের মাংসসহ ২ পাচারকারী আটক

 

বাগেরহাটের শরণখোলায় ১৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। ২২ এপ্রিল বৃহস্পতিবার  ভোরে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের পানিরঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি হরিণের মাংসসহ  দুই পাচারকারীকে আটক করে শরণখোলা থানা পুলিশ।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে আলিরাজ হোসেন (২০) ও একই গ্রামের ইসমাইল হাওলদারের ছেলে রেজাউল হাওলদার (২২)।

বাগেরহাটের শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

 এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ২জন হরিণের মাংস পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছি। পরে তাদের কাছ থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এঘটনায় শরণখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

//আ: রাজ্জাক, খুলনা ব্যুরো//

খুলনার রূপসায় গোসল করতে গিয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু

  রূপসায় নদীতে গোসল করতে গিয়ে দ্বীন ইসলাম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। প্রায় ৪ঘন্টা পর লাশ উদ্বার করেছে ডুবুরি দল।

স্থানীয়রা জানায়, ২১এপ্রিল বেলা অনুমান ১১ঘটিকার সময় উপজেলার নৈহাটি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে (এসবিএম) ইট ভাটা শ্রমীক ওয়াদুদ গাজীর ছেলে দ্বীন ইসলাম আঠারোবেকী নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। এরপর শিশুটিকে আর খুজে পাওয়া না গেলে ফায়ার সার্ভিস ডুবুরি টিম নদীতে তল্লাশি করে বেলা অনুমান সাড়ে ৩টার সময় চর-শ্রীরামপুর নামক স্থানে শিশুটিকে মৃত অবস্থায় উদ্বার করে।

নিহত শিশুটির পিতা ও মাতা এসবিএম ইট ভাটায় শ্রমীকের কাজ করে। খুলনার ডুমুরিয়া উপজেলার বুল বাড়ীয়া গ্রামের বাসিন্দা এবং ইট ভাটার শ্রমিকদের আবাসনে থাকেন।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনার দিঘলিয়ায় কৃষকের ধান কেটে বাড়ি দিল “সালাম মূর্শেদী সেবা সংঘ”

 

 খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে সারা দেশের মতো চলতি মৌসুমের বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাস পরিস্থিতিতে দৈনন্দিন জীবন স্থবির হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল, দেখা দিয়েছে ধান কাটার শ্রমিক সংকট।

এ অবস্থায়, খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদীর নির্দেশনায়, কৃষকের লোকসান কমানোর জন্য গরীব কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে ‘সালাম মূর্শেদী সেবা সংঘ’।

খুলনার দিঘলিয়ায় কৃষকের ধান কেটে বাড়ি দিল “সালাম মূর্শেদী সেবা সংঘ”
“সালাম মূর্শেদী সেবা সংঘ”

তারই ধারাবাহিক কার্যক্রম এর অংশ হিসেবে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের একজন গরীব কৃষকের ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এবং আব্দুস সালাম মূর্শেদী এমপির পক্ষ থেকে, ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র স্বেচ্ছাসেবীদের টি-শার্ট, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

খুলনার দিঘলিয়ায় কৃষকের ধান কেটে বাড়ি দিল “সালাম মূর্শেদী সেবা সংঘ”

 

এসময় উপস্থিত ছিলেন, বারাকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জাকির হোসেন, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবু, শেখ আনিছুর রহমান, শেখ রিয়াজ, হাবিবুর রহমান তারেক, চৌধুরি শাহিদুল ইসলাম, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, রাজিব শেখ, আলী বাকের প্রিন্স, জিয়া গাজী, নিউটন হাসান, শেখ আল আমিন, পরাগ পারভেজ রুবেল, রিয়াজুল ইসলাম রিয়াজ,রাজিব, লিটন বিশ্বাস, রনি, ইনাম, নিয়াম, শোভন, রাজিব, রাসেল, রিশাদ প্রমুখ।

//আ:রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

সংসদ সদস্য সালাম মূশের্দীর পক্ষ থেকে পুলিশ সুপারের নিকট মাক্স ও গেঞ্জি হস্তান্তর

 

সংসদ সদস্য  আব্দুস সালাম মূর্শেদীর পক্ষ থেকে সালাম মূর্শেদী সেবা সংঘের মাধ্যমে খুলনা জেলার পুলিশ সুপারের কাছে মঙ্গলবার দুপুরে এক হাজার মাস্ক হস্তান্তর করাসহ সালাম মূর্শেদী সেবা সংঘের গেঞ্জি উপহার দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, প্রিমিয়াম ব‍্যাংকের খুলনা শাখার ম‍্যানেজার মো: গোলাম হাবিব সুমন এবং সালাম মূশের্দী সেবা সংঘের টিম  লিডার ও যুবলীগ নেতা সামসুল আলম বাবু।

//আ:রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশের মানুষ দারিদ্রকে জয় করে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে: সালাম মূশের্দী

// আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা -৪আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যতদিন এদেশের মানুষের দায়িত্বে নিয়োজিত থাকবেন তত দিন পর্যন্ত এদেশের মানুষের জান, মাল,ইজ্জত নিরাপত্তা থাকবে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশের মানুষ দারিদ্রকে জয় করে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। তিনি আর ও বলেন করোনা ভাইরাস নামক মহামারী থেকে এদেশের মানুষকে নিরাপত্তা দিতে নিজের জিবনকে বাজি রেখে তিনি সার্বক্ষনিক কাজ করে যাচ্ছেন।

একারনে বিশ্বের যেকোন দেশ থেকে বাংলাদেশ অনেক সুরক্ষা রয়েছে। সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান এর ব্যবস্থাপনায় রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে অসহায়দের মাঝে ২০ এপ্রিল বিকালে চানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, নজরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, এমপির চিফ কো-অডিনেটর ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা সামছুল আলম বাবু, সুব্রত বাগচী, মাধুরী রায়, স্বপ্না পাল, জেসমিন, ফিরোজা বেগম, আজিম আনম, জ্যাকি ইসলাম সজল,খায়রুজ্জামান সজল, শিমুল হোসেন, তরিকুল ইসলাম, রিয়াজ শেখ, শেখ রাসেল প্রমূখ।

ঘাটভোগ ইউনিয়নে ৪০০ পরিবারের মাঝে আটা, চিনি সেমাই, মুড়ি,ছোলা,  খেজুর ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

খুলনার রূপসা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালিত

 রূপসা প্রতিনিধিঃ

রূপসায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিজয় মঞ্চ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালী ও আলোচনাসভা গত ২৬ মার্চ সকালে উপজেলা আওয়ামীলীগের কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ নেতা ফ.ম.আ সালাম, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, সাবেক জেলা আওয়ামীলীগ সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোল্লা আরিফুর রহমান, মোর্শেদুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোতালেব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, চঞ্চল মিত্র, এমডি রকিব উদ্দিন, দপ্তর সম্পাদক আক্তার ফারুক, প্রচার সম্পাদক আঃ গফুর খান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইউপি চেয়ারম্যান মোঃ আলহাজ্ব ইসহাক আহম্মেদ সরদার, মোঃ কামাল হোসেন বুলবুল, মোঃ জাহাঙ্গীর শেখ, জেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, এমপির প্রধান সমন্বকারী ও যুবলীগ নেতা মোঃ নোমান ওসমানী রিচি, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, শ.ম জাহাঙ্গীর, শাহজাহান কবির প্যারিশ, পূজা পরিষদের সভাপতি শক্তি পদ বসু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজিব দাশ টাল্টু, প্রমূখ।

খুলনার রূপসায় মৌলবাদের ষড়যন্ত্রের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি :

বাংলাদেশ আওয়ামী যুবলীগ রূপসা উপজেলা শাখা আয়োজিত মৌলবাদের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল ২৭মার্চ বিকাল ৩ টায় আইচগাতি ইউনিয়নের সেনের বাজার ঘাট এলাকায় অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের আহবায়কএবিএম কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল।বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা কৃষক লীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য জামিল খান,শিউলি সরোয়ার, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার জাকির হোসেন।

বক্তৃতা করেন জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, অমিত বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, জলিল তালুকদার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসহাক সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস, মো: মনিরূজ্জামান মনি,সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিটন, মিজানুর রহমান, নাসির হোসেন সজল,  ব্রজেন দাস,  প্রদীপ বিশ্বাস,  হারুন অর রশিদ,  মাহফুজুর রহমান সোহাগ, বাসুদেব রায় চৌধুরী,  এইচ এম রোকন, জসিম সরদার,নোমান ওসমানী রিচি,সামসুল আলম বাবু, আমির হামজা তপু, সুব্রত বাগচী, শামীম হাসান লিটন, মেজবাবুর রহমান, বাদশা মিয়া, শাহনেওয়াজ কবির টিংকু, রতন মন্ডল,বদরূল আলম, তারেক আজিজ, ইমন গাজী, আরজালী বিশ্বাস বাবু, জাহিদ খান, মহিউদ্দিন মানিক, তুষার দাস, ছাত্রনেতা আরিফুল ইসলাম কাজল, নাজমুল হুদা অঞ্জন, দিবাকর বিশ্বাস,  তুষার বিশ্বাস, মিরাজুল ইসলাম, জুয়েল সরদার, রিয়াজ, হৃদয়, হিমেল প্রমূখ।