তিন লক্ষ রাশিয়ান সেনা ইউক্রেনে কি উদ্দেশ্যে ঢুকতে যাচ্ছে…!

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার ইউক্রেনে নতুন তিন লাখ সেনা জড়ো করার ডিক্রি জারি করেছেন।

এ তিন লাখ সেনা প্রশিক্ষণ শেষে ইউক্রেনের ভেতর ঢুকে পরবেন।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু বলেছেন, ইউক্রেনে রুশ সেনারা যেসব অঞ্চল স্বাধীন করেছে সেগুলো রক্ষা করতে তিন লাখ সেনাকে জড়ো করা হবে।

গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পুতিনের এমন ঘোষণার পর ভয় ও আতঙ্ক কাজ করছে ইউক্রেনের সাধারণ মানুষদের মধ্যে। অবশ্য আবার অনেকে বিষয়টি তুচ্ছ তাচ্ছিল্যও করছে।

আল জাজিরা কয়েকজনের সঙ্গে এ নিয়ে কথা বলে। তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

কিয়েভে বাস করা সেনিয়া বোরোদেঙ্কো নামে ৩৩ বছর বয়সী এক বিক্রয়কর্মী আল জাজিরাকে বলেন, আমাদের মাটির জন্য আরও সার (রুশ সেনাদের মৃতদেহ) আসছে।

তবে তিনি ইউক্রেনের সেনাবাহিনীর সদস্যদের জন্য উদ্বিগ্ন হয়ে আছেন বলে জানিয়েছেন। কারণ তাদেরই রুশ সেনাদের মোকাবেলা করতে হবে।

বোরোদেঙ্কো নামে অপর একজন বলেন, আমাদের ছেলেরা ওদের বিরুদ্ধে লড়াই করে মারা পড়বে। যদি আমরা তাদের ১০০ জনকেও হত্যা করি কিন্তু আমাদের একজনও মারা যায় তাহলে এটিই হবে বিরাট ক্ষতি।

নাদিয়া গোরদিয়াক নামে একজন আঞ্চলিক নারী নেত্রী বলেন, রাশিস্টদের নির্মূল আরও তীব্র হবে। কিন্তু নতুন করে সেনা জড়ো করার কারণে যদি যুদ্ধ বাড়ে তাহলে পূর্ব দিকে আরও বেশি সাধারণ মানুষ মারা যাবে। এটি আসলে সত্যিই ভয়ানক।

ইহোর ত্রুবেনক নামে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার বলেন, রাশিয়ান দখলদারদের হত্যা করা ছাড়া ইউক্রেনের হাতে অন্য কোনো উপায় নেই। যেহেতু কোনো উপায় নেই আমারা কোনো কেয়ার করি না কারা জড়ো হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে ইউক্রেনের একজন সেনা জানান, তারা ভীত না। কারণ রাশিয়া এসব সেনাদের জড়ো করার জন্য যে সময় নেবে এই সময়টায় তারা আরাম করতে পারবে।

কিন্তু তিনি সঙ্গে বলেছেন, রাশিয়া যদি নতুন তিন লাখ সেনাকে সরাসরি যুদ্ধে পাঠিয়ে দেয় তাহলে এটি হবে ভয়ানক বিষয়। কারণ এসব রুশ সেনাদের মরতে হবে।

তার মতে এটি হবে অপ্রীতিকর এবং বিরক্তিকর। কিন্তু এটি এমন কিছু নয় যা নিয়ে তাদের খুব ভয় পেতে হবে।

সূত্র: আল জাজিরা

তিনি বললেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২০৩০ সাল পর্যন্ত চলবে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

ইউক্রেন যুদ্ধ ২০৩০ সাল পর্যন্ত চলতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ফ্রি রেডিও ইউরোপের বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম তাস রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অরবান এক সপ্তাহ আগে তার ক্ষমতাসীন ফিডেজ পার্টির সঙ্গে রুদ্ধদার বৈঠকে কথা বলার সময় এ কথা বলেন। সম্প্রতি সেই কথোপকথনই সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে।

এই সংঘাতে ইউক্রেন তার মোট ভূখণ্ডের এক তৃতীয়াংশ থেকে অর্ধেকই হারাতে পারে সতর্ক করেছেন অরবান।

তিনি আরও বলেন, ইউক্রেনের সংকট স্থানীয় সংঘাত হিসেবে শুরু হলেও পশ্চিমাদের সম্পৃক্ততা এটিকে বৈশ্বিক বিষয়ে পরিণত করেছে।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইউক্রেনের অনেক জায়গায় ফের আক্রমণ শুরু করেছে রুশ বাহিনী।

রুশ মন্ত্রণালয়ের মতে, রুশ বাহিনী খেরসন, মাইকোলাইভ, খারকিভ এবং দোনেৎস্ক অঞ্চলে হামলা শুরু করেছে।

ইউক্রেনীয় বাহিনী খেরসনের প্রাভডাইনের কাছে একটি ব্যর্থ আক্রমণ চালিয়েছিল বলেও রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে।

তবে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়াতে বিকিরণ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, শনিবার পারমাণবিক কাছে ইউক্রেনের গোলাগুলির দুটি ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, সম্প্রতি রুশ বাহিনীকে দেশ থেকে তাড়ানোতে ইউক্রেন বর্তমানে বহুমুখী পাল্টা আক্রমণ চালাচ্ছে। এরই মধ্যে রাশিয়ার এই হামলা শুরুর খবর সামনে এলো।

বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী গৌতম আদানি

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

কয়েক সপ্তাহ আগেই বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তির তকমা পেয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে রেকর্ড করেন তিনি। তবে, এবার নিজের রেকর্ড ভেঙে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হিসেবে ফোর্বসের তালিকায় ঠাঁই পেয়েছেন তিনি।

শুক্রবার ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ার্সের তালিকায় দেখা গেছে, গৌতম আদানি মোট ১৫৫.৫ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের দ্বিতীয় স্থান অর্জন করেছেন। মোট সম্পদের বিচারে বিলাসবহুল ফ্যাশন সংস্থা লুই ভিটনের সহ-প্রতিষ্ঠাতা বার্নার্ড আর্নল্টকে ছাপিয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন তিনি। আপাতত আর্নল্টের সম্পদের পরিমান হল ১৫৫.২ বিলিয়ন ডলার। এমনকি অ্যামাজনের জেফ বেজোসকেও টপকে গিয়েছেন আদানি।

পরিসংখ্যান অনুযায়ী, আপাতত আদানির সামনে রয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্সের  ইনডেক্স অনুযায়ী, বিশ্বের শ্রেষ্ঠ পাঁচ ধনী ব্যক্তিদের মোট সম্পদের পরিমান রয়েছে ১০০ বিলিয়ন ডলারের উপরে। যাদের মধ্যে ইলন মাস্ক ও আদানি ছাড়াও রয়েছেন বার্নার্ড আর্নল্ট, জেফ বেজোস (১৪৯.৭ বিলিয়ন ডলার) এবং বিল গেটস (১০৫.৩ বিলিয়ন ডলার)।

এদিকে, ফোর্বসের তরফ থেকে বলা হয়েছে, শুক্রবার ৬০ বছর বয়সী ভারতীয় ধনকুবের গৌতম আদানির মোট সম্পদ একলাফে প্রায় ৫.২ বিলিয়ন ডলার বা ৩.৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূলত, আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ার বৃদ্ধির কারণেই গৌতম আদানির সম্পদের পরিমান বেড়েছে।

 

নজরুল ফের রিমান্ডে// ফারইস্ট ইন্স্যুরেন্সের গ্রাহকের ৮০০ কোটি টাকা আত্মসাৎ

//অনলাইন নিউজ ডেস্ক//

গ্রাহকের ৮০০ কোটি টাকা আত্মসাতের মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে ফের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে ফের ১৩ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহম্মেদের আদালতে তাকে হাজির করে পুলিশ। এরপর শাহবাগ থানায় করা মামলায় তার বিরুদ্ধে ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একইদিন মামলার অপর আসামি কোম্পানিটির সাবেক পরিচালক এমএ খালেক এবং তার ছেলে রুবায়াত খালেককে আদালতে হাজির করা হয়। এ মামলায় তাদের বিরুদ্ধে ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

গ্রাহকের ৮০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে চলতি মাসের শুরুতে শাহবাগ থানায় এ মামলা করা হয়। মামলার পর তাদের গ্রেফতার করে পুলিশ।

বাংলা দ্বিতীয়পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত যশোর বোর্ডে 

//অনলাইন নিউজ ডেস্ক//

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় চলমান এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

রুটিন অনুযায়ী শনিবার পরীক্ষা হওয়ার কথা ছিল; কিন্তু বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথমপত্রের পরীক্ষার সময় বাংলা দ্বিতীয়পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র (এমসিকিউ) বিতরণ করার কারণে তা স্থগিত করার কথা জানান পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।

তবে রুটিন অনুযায়ী শনিবার বাংলা দ্বিতীয়পত্র (সৃজনশীল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৪০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

মাধব চন্দ্র রুদ্র বলেন, চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথমপত্রের এমসিকিউ প্রশ্নপত্রের জায়গায় বাংলা দ্বিতীয়পত্রের এমসিকিউ বিতরণ করা হয়েছিল। পরীক্ষা নিয়ে কোনো বির্তক সৃষ্টি যাতে না হয়, সে কারণেই এ সিদ্ধান্ত। আন্তঃশিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে বাংলা দ্বিতীয়পত্রের এমসিকিউ পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের ত্রুটিতে কেন্দ্র সচিব বা কেন্দ্র সংশ্লিষ্টদের কোনো ভূমিকা দেখছি না। যেখান থেকে প্রশ্নপত্র প্যাকেটজাত করেছে সেখান থেকেই এ সমস্যা সৃষ্টি হয়েছে। তারপরও বোর্ড ও আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন তদন্ত করবে।

ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ।। প্রাণ গেল ১২ জনের।।

//দৈনিক বিশ্ব ডেস্ক//

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১২ যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার এসআই সৈয়দ আহমদ।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১২ যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।

রেলওয়ে পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার হাসান চৌধুরী যুগান্তরকে বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেন ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১১ জন নিহতের খবর শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী।

 

রাজশাহী থেকে অপহৃত ৪ স্কুলছাত্রী উদ্ধার

//দৈনিক বিশ্ব ডেস্ক//

রাজশাহী মহানগরীতে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ চার স্কুলছাত্রীকে শুক্রবার রাতে ঢাকার সাভার থেকে উদ্ধার করা হয়েছে।

সেই সঙ্গে চার স্কুলছাত্রীকে ফুঁসলিয়ে ঢাকায় নেওয়ার অভিযোগে নগরীর বুলনপুর এলাকার চাঁদনী নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

উদ্ধারের পর শুক্রবার সকালে তাদের প্রথমে রাজপাড়া থানায় আনা হয়। পরে স্কুলছাত্রীদের আরএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়।

নিখোঁজ চার শিক্ষার্থীর মধ্যে একজন পঞ্চম, দুজন সপ্তম একজন অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। স্কুলছাত্রীদের সবার বাড়ি নগরীর টুলটুলিপাড়ায়। তারা নগরীর মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

আরএমপির রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গত ২৬ জুলাই চার শিক্ষার্থী বাড়ি থেকে বের হয়ে যায়। পরে তারা আর বাড়িতে ফিরে আসেনি। শিক্ষার্থীরা বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। না পেয়ে ওই রাতেই ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।

এক ছাত্রীর অভিভাবক বৃহস্পতিবার দুপুরে থানায় একটি অপহরণ মামলা করেন। তিন দিন ধরে চলা অভিযানের শেষ দিনে বৃহস্পতিবার রাতে ঢাকার সাভারের একটি বাড়ি থেকে চার স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় চাঁদনীকেও।

রাজশাহী মহানগর পুলিশের সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, চাঁদনী নামে  এক নারী চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে তাদের ঢাকায় নিয়ে যায় বলে ছাত্রীরা জানিয়েছে। শুক্রবার দিনের মধ্যে আদালতের আদেশক্রমে উদ্ধার স্কুলছাত্রীদের তাদের অভিভাবকের কাছে তুলে দেওয়া হবে।

গার্মেন্টস পণ্যের আড়ালে ৩১ কোটি ৫৮ লাখ টাকার মদের চালান

//দৈনিক বিশ্ব ডেস্ক//

জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে বের করে নিয়ে যাওয়ার পর নারায়নগঞ্জের সোনারগাঁয় জব্দ করা মদের দুটি চালানে প্রায় ২৫ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত চালান দুটি ধরা পড়ায় সেই তৎপরতা ভেস্তে

শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁর টিপর্দিতে সালাউদ্দিন পার্কিং স্ট্যান্ড এর সামনে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক ঢাকাগামী বিভিন্ন মালবাহী ট্রাক এবং কন্টেইনারসহ টেইলার তল্লাশি শুরু করে। তল্লাশির একপর্যায়ে সন্দেহজনক দুইটি কন্টেইনার টেইলার তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের নির্ধারিত মূল্য ৩১ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা। ভ্যাটসহ যার মূল্য ৩৬ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা।

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা দুই কনটেইনার বিদেশি মদ জব্দ করার পর র‍্যাব জানাল যে এর পেছনে রয়েছে একটি পারিবারিক সিন্ডিকেট। বাবা ও দুই ছেলের ওই সিন্ডিকেট ভুয়া গার্মেন্ট প্রতিষ্ঠানের পণ্যের নামে দুবাই থেকে মদের এই বিশাল চালান দেশে আনার চেষ্টা করে।

টিভি, গাড়ির পার্টস ও গার্মেন্টস পণ্যের আড়ালে শুল্ক ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মদের ব্যবসা করছিল একটি চক্র। চক্রটির মূল হোতা আজিজুল ইসলাম ও তার দুই ছেলে আহাদ ও আশিক। এ ঘটনায় দেশি ও বিদেশি মুদ্রাসহ আহাদ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, গাড়ির পার্টস ও গার্মেন্টস পণ্যের আড়ালে একটি চক্র অবৈধভাবে মদ আমদানি করে আসছিল। শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁর টিপর্দিতে সালাউদ্দিন পার্কিং স্ট্যান্ড এর সামনে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক ঢাকাগামী বিভিন্ন মালবাহী ট্রাক এবং কন্টেইনারসহ টেইলার তল্লাশি শুরু করে। তল্লাশির একপর্যায়ে সন্দেহজনক দুইটি কন্টেইনার টেইলার তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের নির্ধারিত মূল্য ৩১ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা। ভ্যাটসহ যার মূল্য ৩৬ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা।

আল মঈন বলেন, গ্রেফতারদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার ওয়ারীর একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ দেশি-বিদেশি মুদ্রা আটক করা হয়েছে। এর মধ্যে ৯৮ লাখ ১৯ হাজার ৫০০ বাংলাদেশি টাকা, ১৫ হাজার ৯৩৫ নেপালি রুপি, ২০ হাজার ১৪৫ ভারতীয় রুপি, ১১ হাজার ৪৪৩ চায়না ইওয়ান, ৪ হাজার ২৫৫ ইউরো, ৭ হাজার ৪৪০ থাই বাথ, ৯ সিংগাপুর ডলার এবং ১৫ মালয়েশিয়ান রিঙ্গিত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আমদানিকারকের নাম-ঠিকানা যাচাই করে দেখা যায়, তারা মূলত ঈশ্বরদী ও কুমিল্লার একটি ভুয়া গার্মেন্ট প্রতিষ্ঠানের সুতা ও ববিনের ঘোষণা দিয়ে এসব মদ আমদানি করেছিল। মদ জব্দের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে নাজমুল মোল্লা ও সাইফুল ইসলাম নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে সিন্ডিকেটের হোতা আজিজুল ইসলাম, মিজানুর রহমান আশিক ও আবদুল আহাদের বিষয়ে তথ্য পাওয়া যায়। আশিক ও আহাদ হলেন দুই ভাই এবং আজিজুল ইসলাম তাদের বাবা।

আবদুল আহাদের প্রাথমিক স্বীকারোক্তির উল্লেখ খন্দকার আল মঈন জানান, এই পিতা-পুত্র সিন্ডিকেট মূলত বিদেশ থেকে ইলেকট্রনিক পণ্য আমদানি করে। এ জন্য চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টসহ বিভিন্ন কর্মকর্তার সঙ্গে তাদের সখ্য গড়ে উঠেছিল। পরবর্তীতে তারা দুবাই থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে এই বিশাল মদের চালান ‌আনে এবং এগুলো আবার তাদের সিন্ডিকেটের সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে বন্দর থেকে খালাস করিয়ে নেয়।

এই মদের চালান মুন্সীগঞ্জে তাদের ওয়্যারহাউসে নিয়ে যাওয়া হচ্ছিল। পরবর্তীতে সেখান থেকে বিভিন্ন স্বনামধন্য বারে সেগুলো সরবরাহ করার কথা ছিল।

আহাদ ধরা পড়লেও তার পিতা আজিজ ও বড় ভাই আশিককে গ্রেফতার করতে পারেনি র‍্যাব। তারা দুজন শনিবার ভোরে দুবাই চলে যান। আহাদও দেশ ছাড়ার পরিকল্পনা করছিলেন বলে জানায় র‍্যাব।

চট্টগ্রাম কাস্টম হাউস সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি নেওয়ার পর মদ বোঝাই দু’টি কনটেইনার নারায়নগঞ্জের সোনারগাঁও থেকে শনিবার জব্দ করা হয়। ৪০ ফুট দৈর্ঘ্যের কনটেইনার দুটির ক্ষেত্রে  আইপি (আমদানি অনুমতিপত্র) জালিয়াতি ও মিথ্যা ঘোষণার আশ্রয় নিয়ে ডেলিভারি নেওয়া হয়। উভয় কনটেইনারে ঘোষিত পণ্যের পরিবর্তে মদ রয়েছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে ট্রেইলার দুটির অবস্থান শনাক্ত করে আটক করতে সক্ষম হন  কাস্টম, র‌্যাব, গোয়েন্দা সংস্থা ও হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা

Daily World News

ডুমুরিয়ায় ইউপি সদস‍্য এসোসিয়েশন কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ

খেলাপি ঋণ নিয়মিত করতে আরও বড় ছাড়

//দৈনিক বিশ্ব ডেস্ক// 

নিয়মিত ঋণকে খেলাপি করার প্রচলিত নীতিমালায় আরও বড় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণের কিস্তির আকার ও পরিশোধের মেয়াদ বাড়ানো হয়েছে।

নতুন এ সিদ্ধান্তের ফলে খেলাপি ঋণ নিয়মিত করতে এখন আড়াই থেকে সাড়ে ৪ শতাংশ অর্থ জমা দিলেই চলবে। আগে যা ছিল ১০ থেকে ৩০ শতাংশ। এসব ঋণ পরিশোধ করা যাবে ৫ থেকে ৮ বছরে। আগে এ ধরনের ঋণ পরিশোধে সর্বোচ্চ দুই বছর সময় দেওয়া হতো। আবার নতুন করে ঋণও পাওয়া যাবে।

আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখা ও শ্রেণিকৃত ঋণের সুষ্ঠু ব্যবস্থাপনার যুক্তি দেখিয়ে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে বলেছে, কোভিড-১৯–এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ও বহির্বিশ্বে সাম্প্রতিক যুদ্ধাবস্থা প্রলম্বিত হওয়ার কারণে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিতিশীলতা চলছে। সে জন্য নতুনভাবে কোভিড-১৯–এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখা ও শ্রেণিকৃত ঋণের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে ঋণ পুনঃ তফসিলকরণ–সংক্রান্ত নতুন নীতিমালা জারি করা হয়েছে।

আব্দুর রউফ তালুকদার নতুন গভর্নর হিসেবে যোগ দেওয়ার পাঁচ কার্যদিবসের মাথায় বাংলাদেশ ব্যাংক নতুন এই নীতিমালা জারি করল। নীতিমালায় খেলাপি ঋণে কী সুবিধা দেওয়া হবে, তা নির্ধারণ করার পুরো ক্ষমতা ব্যাংকের পরিচালনা পর্ষদের হাতে তুলে দেওয়া হয়েছে। ফলে ব্যাংকমালিকেরাই এখন ঠিক করবেন, তারা ঋণখেলাপিদের কী সুবিধা দেবেন।

আগে বিশেষ সুবিধায় ঋণ নিয়মিত করতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগত, যা স্বয়ং গভর্নর অনুমোদন করতেন। নতুন গভর্নর দায়িত্ব নিয়ে সেই ক্ষমতার পুরোটাই ব্যাংকগুলোর হাতে তুলে দিয়েছেন।

জানা গেছে, করোনার কারণে দেওয়া ছাড় উঠে যাওয়ার পর ব্যাংক খাতে খেলাপি ঋণ বাড়ছে। নতুন করে অনেক ঋণ খেলাপি হয়ে যাওয়ার তালিকায় যুক্ত হয়েছে। পাশাপাশি করোনায় অর্থনীতির গতি ধরে রাখতে যে এক লাখ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে, তারও বড় একটা অংশ অনাদায়ি হয়ে পড়েছে। এ কারণে এখন ছাড় দিয়ে খেলাপি ঋণের লাগাম টেনে ধরতে চাইছে কেন্দ্রীয় ব্যাংক।

বজ্রপাতে শনিবার একদিনে ১০ জনের প্রাণহানি

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

বজ্রপাতে বিহারে আবারও প্রাণহানি। শনিবার বিহারের বিভিন্ন জেলায় বজ্রাঘাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে জানা গিয়েছে, সারান জেলায় বজ্রপাতে ছ’জনের মৃত্যু হয়েছে। সিওয়ান, হাজিপুর, বাঁকা ও গোপালগঞ্জ জেলায় এক জন করে মারা গিয়েছেন। গত ২৪ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে বিহারে বজ্রাঘাতে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

বিহারের উত্তর-মধ্য ও দক্ষিণ-পশ্চিম অংশের একাধিক এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। বারাউনিতে বৃষ্টির পরিমাণ ৯৩.২ মিমি। বীরপুরে বৃষ্টি হয়েছে ৬৮.৮ মিমি। আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে আপাতত বৃষ্টি চলবে। আগামী ৪ জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।