মাহমুদুর রহমান সহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

//সোহেল রহমান, আমতলী (বরগুনা) প্রতিনিধি//

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার বরগুনার আমতলী ডাকবাংলো সড়কের সামনে পাঠক মেলার উদ্যোগে মানববন্ধন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিক, শিক্ষক ও সুশীল নাগরিকরা অংশ নেয়।

জানাগেছে, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে শেখ হাসিনার দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করেন। ওই মামলা প্রত্যাহারের দাবীতে আমতলী পাঠক মেলার উদ্যোগে মানববন্ধন করা হয়। আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার মানববন্ধনে সভাপতিত্ব করেন। দৈনিক আমার দেশ পত্রিকার আমতলী প্রতিনিধি রাশিমুল হক রিমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, চ্যানেল আমতলীর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ নাসির, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক এইচ,এম কাওসার মাদবর, প্রেসক্লাব সহ-সভাপতি এমএম নাসির মাহমুদ, সাংবাদিক ইকবাল তালুকদার, জেষ্ঠ্য প্রভাষক জয়নুল আবেদীন, মোঃ হোসাইন আলী কাজী, সাংবাদিক জিয়া উদ্দিন সিদ্দিকী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি এইচএম দেলোয়ার,মাহবুবু বিশ্বাস টিটো, রিপন মুন্সি, বাংলাদেশ সাংবাদিক ক্লাব আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সায়মন

এইচএম রাসেল, আল আমিন বাবু, ফখর উদ্দিন তহসিন, ইমরান হোসাইন, মিথুন কর্মকার,, সোহেল রহমান, গাজী নাশির ও সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী জানান।

শহীদ জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস এর আমতলীতে আগমন

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ সহযোগী সংগঠন শহীদ জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস এর বরগুনার আমতলীতে আগমন উপলক্ষে শহীদ জিয়া গবেষণা পরিষদ বরগুনা জেলার আয়োজনে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে গতকাল সন্ধ্যায় আমতলী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস।

শহীদ জিয়া গবেষণা পরিষদ বরগুনা জেলা কমিটির আহবায়ক সাইফুল্লাহ নাসির এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু নাসের গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম টারজান,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম রিপন,জাতীয়তাবাদী মহিলা দল আমতলী উপজেলা শাখার সভানেত্রী শামসুন্নাহার মিরা খান।এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বরগুনা জেলা শাখার দলের সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম তালুকদার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মাজহারুল ইসলাম মিল্টন বিশ্বাস,সাবেক কাউন্সিলর আবুল বাশার রুমি,আমতলী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এইচ,এম, দেলোয়ার, আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদ খোকন,আমতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রভাষক জয়নুল আবেদীন সহ বিএনপি অঙ্গ সংগঠন ও বিভিন্ন সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। পরে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে আমতলী পৌর শহরেরগুরুত্বপূর্ণ স্হানে লিফলেট বিতরণ করেন।

আমতলীর ১০ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামি র‌্যাবের যৌথ অভিযানে গ্রেফতার

//সাইফুল্লাহ নাসির, আমতলী, বরগুনা//

বরগুনার আমতলী উপজেলার ১০ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামী মোঃ নুরুল ইসলাম (৩৬,) কে নারায়নগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাবের যোথ বাহিনী।

আজ ১২ই ফেব্রুয়ারী র‌্যাব পটুয়াখালী ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে এ তথঢ় নিশ্চিত করে জানান যে, র‌্যাব-১১,সদর কোম্পানী,নারায়ণগঞ্জ  ও র‌্যাব-৮,সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্প এর একটি যৌথ অভিযানে বরগুনা জেলার আমতলী থানার ১০ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র আসামী মো. নুরুল ইসলাম (৩৬) পিতা- মোঃ চান্দু হাওলাদার সাং-সবুজবাগ ৫নং ওয়ার্ড, আমতলী পৌরসভা কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব -৮, সিপিসি-১, পটুয়াখালী  ক্যাম্প ও  র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ।

প্রকাশ থাকে যে,আসামী নুরুল ইসলাম ভাড়ায় বাইক চালক। বাদী ও তার স্ত্রী ২নং কুকুয়া ইউনিয়নের রায়বালা চৌরাস্তা সংলগ্ন হান্নান মৃধার ব্রিকফিল্ডে লেবার হিসাবে কাজ করে।ভিকটিম তার নানা বাড়ি তক্তাবুনিয়াতে থেকে লেখাপড়া করতো। গত ১৫/০১/২০২৫ইং তারিখ ১০.০০ ঘটিকায় বাদী তার ১০ বছরের মেয়েকে বাদীর নিজের বাড়ীতে পাঠানোর জন্য আসামীর নুরুল ইসলামের বাইকে তুলে দেয়। আসামী তার বাইকে ভিকটিমকে নিয়ে বাদীর বাড়িতে আসার কালে খালের পার খোলা জায়গায় জোরপূর্বক ধর্ষণ করে।পরবর্তীতে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে কাউকে কিছু না বলার শর্তে বাদীর বাড়িতে রেখে গেলে বাড়ির লোকজন শিশুটিকে অসুস্থ,জামা ছেড়া ও শরীরের বিভিন্ন অংশে লাল লাল চিহ্ন দেখে শিশুটিকে জিজ্ঞাসা করে। শিশুটি আসামীর ধর্ষণের বিষয়টি বলে দেয়।শিশুটির মুখে ধর্ষণের কথা শুনে শিশুর আত্নীয় স্বজন শিশুটির চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে শিশুটির পিতা বাদী হয়ে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন। যাহা আমতলি থানার মামলা নং-১৫, তারিখ-১৭/০১/২০২৫, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১)।

তালতলীতে আরাফাত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানবন্ধন

//সাইফুল্লাহ নাসির, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলী উপজেলার দক্ষিণ বাদুরগাছা গ্রামের যুবক আরাফাত (২২) হত্যাকান্ডের বিচার এবং আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে স্হানীয় বাসিদারা সোমবার বিকালে কচুপাত্রা বাজারে ঘটাব্যাপী এক মানবন্ধন কমূসূচী পালন করে। মানবন্ধনে প্রায় পাচঁ শতাধিক মানুষ অংশগ্রহন করে।

শনিবার রাত সাড়ে ৮টার সময় পচাকোড়ালিয়া ইউনিয়নের কলারং গ্রামের শহিদ সিকদার,তার সাথে থাকা আরাফাত সিকদার, সোহল সিকদার ও ভাতিজা বায়জিদ সিকদারের নেতৃত্বে ১৫-২৫ জন সন্ত্রাসীরা আরাফাত খানকে কচুপাত্রা পুরান বাজারে টেটা দিয়ে কুপিয়ে হত্যা করে।

শারিকখালী ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক খানের সভাপতিত্বে মানবন্ধবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন তালতলী উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাজালাল প্যাদা, ইসলামী আন্দোলন তালতলী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শাহাদত মাতুবর, তালতলী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ ফোরকান মাহমুদ জিয়া, বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ নিজাম উদ্দিন ও জামায়াতে ইসলামী রুপনগর থানা আমির মোঃ আবু হানিফ প্রমুখ। বক্তারা আরাফাত খানের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনো ফাঁসির দাবী করেন।

মুক্তিযোদ্ধা আবুল বাশার সিদ্দীক এর অপকর্মের বিচারের দাবিতে আমতলীতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংবাদ সন্মেলন

এইচ,এম দেলোয়ার, আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

মুক্তিযোদ্ধার নাম ভাংগিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক হয়রানি ও বিভ্রান্ত মুলক তথ্য প্রচার করার প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আমতলী উপজেলা শাখা।

আজ ২ জানুয়ারি বেলা বারোটায় চ্যানেল আমতলী অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার। তিনি লিখিত বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে আবুল বাশার সিদ্দিক এর কোন প্রমাণ পাওয়া যায়নি। আবুল বাশার সিদ্দিক চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা সহ বিভিন্ন লোকজনকে চাকুরী দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই অবিলম্বে তার এহেন কর্মকাণ্ডের তদন্ত পূর্বক আইনানুগ বিচারের দাবী জানানো হয়।

এ সময় উপস্হিত ছিলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আমতলী উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ মিয়া,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ,কে এম শামসুদ্দিন শানু, তোফাজ্জল হোসেন, গোলাম মোস্তফা, আব্দুল মালেক সহ অসংখ্য মুক্তিযোদ্ধা গণ।

বরগুনায় বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিক পালিত

এইচ এম দেলোয়ার, আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

“সারাদেশের ন্যায় বরগুনায়ও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় ছাত্রনেতাদের পাশাপাশি অংশ নেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর বেলা ১২ টায় দলীয় কার্যলয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড.রেজবুল কবির, কে এম শফিকুজ্জামান মাহফুজ, সদর উপজেলা বিএনপির আহবায়ক তালিমুল ইসলাম পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ । এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্র দলের সহ-সভাপতি মেহেদী হাসান রাসেল, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম নাসির, রাকিবুল ইসলাম রাকিব, আমিনুল ইসলাম নাবিল, গোলাম রাসেল খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল আরিফ, প্রচার সম্পাদক সালেহ আরাফাত, সহ-সম্পাদক রেশাদ জামান বাপ্পি, তথ্য ও গবেষণা সম্পাদক মো: রাইসুল আমিন হৃদয় ও পৌর ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন নাদিম।

অনুষ্ঠান পরিচালনা করেন সহ-প্রচার সম্পাদক আরিফ বিল্লাহ রাজন।

সেখানে বক্তারা সংগঠনের ইতিহাস, ঐতিহ্য এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন বলেন, ছাত্রদল সবসময় গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রাখবে।

বরগুনায় তরুণ্যের ভাবনা শীর্ষক যুব সমাবেশ অনুষ্ঠিত

//এইচ এম দেলোয়ার,আমতলী, বরগুনা প্রতিনিধি//

বাংলাদেশ বিনির্মানে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে বরগুনায় তারুণ্যের ভাবনা শীর্ষক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে একশনএইড এর সহযোগিতায় এনএসএস এর আয়োজনে ইয়োথ ইন সিপিং এজেন্ডা বাংলাদেশ ২.০ বিষয়ে ৩ শতাধিক তরুণ সদস্যদেরকে নিয়ে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরগুনায় তরুণ্যের ভাবনা শীর্ষক যুব সমাবেশ অনুষ্ঠিত

সমাবেশ উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মো: শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের প্রফেসর ড. মাহবুব রব্বানী,প্রফেসর আহমেদ পারভেজ,কৃষি বিভাগের উপপরিচালক ড. আবু সৈয়দ যোবায়দুল আলম,বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার  মোঃ শামীম মিয়া,বরগুনা প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট সোহেল হাফিজ,সমাজসেবা অফিসার মো: হেমায়েত উদ্দিন ও এনএসএস এর পরিচালক শাহাবুদ্দিন পান্না।

সমাবেশে তরুনদের নতুন বাংলাদেশ তৈরীতে সুপারিশ তুলে ধরা হয়। এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় জেলায় কি পরিমাণ ক্ষতি হচ্ছে তা নিয়ে ” লবন জলে,জীবন জলে” নামে একটি মঞ্চনাটক অনুষ্ঠিত হয়। এর মাধ্যমেই বিভিন্ন প্রশ্নের উত্তর ও সুপারিশ করে থাকেন অংশগ্রহণকারী তরুণ ও অতিথিরা।

আমতলীর ব্রীজ ভেঙ্গে মর্মান্তিক নিহত হওয়া সেই ব্রীজের পাশেই নির্মিত হচ্ছে কাঠেরপুল

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

এ বছরের গত ২২ জুন ব্রীজ ভেঙ্গে মাইক্রোবাস খালে পড়ে ৯ জনের মৃত্যু হওয়ার পর সেই আয়রন ব্রীজের পাশেই নির্মিত হতে যাচ্ছে কাঠের পুল।

গ্রামবাসীদের নিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক  মকবুল আহমেদ খান ও স্থানীয় প্রবীন ব্যক্তি মোঃ নান্নু মোল্লার উদ্যোগে ভেঙ্গে যাওয়া আয়রন ব্রীজের ২০০ ফুট দৈর্ঘ্য ৬ ফুট প্রস্থ এ কাঠেরপুল নির্মান করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা ।

আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও হলদিয়ার সন্তান মোঃ ইমরান খান বলেন, গত ২২ জুন ২০২৪ তারিখ হলদিয়াহাট আয়রন ব্রীজটি ভেঙ্গে যাওয়ার পর হলদিয়া ও চাওড়া ইউনিয়নের ৫০ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভেঙ্গে যাওয়ায় হলদিয়ায় বসবাসরত সাধারন মানুষের দুর্ভোগে পরে। এই আয়রন ব্রীজটি হলদিয়া ইউনিয়নের সাধারন মানুষের উপজেলা সদর,জেলা সহ দেশের সর্বত্র যোগাযোগের একমাত্র মাধ্যম। কৃষকরা তাদের পন্য অতিরিক্ত খরচ বহন করে উপজেলা সদরের বাজারসহ বিভিন্ন স্থানে নিয়ে যায় এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষকরা। স্কুল কলেজের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পোহাতে হচ্ছে ভোগান্তি।

বয়স্ক,বৃদ্ধ, শিশু ও নারীরা অসুস্থ হলে তাদের অনেক এলাকা ঘুরে উপজেলা শহরে যেতে হয় চিকিৎসা নিতে। কোন গর্ভবতী মা অসুস্থ হয়ে পড়লে  তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হলে কষ্টের নেই শেষ। জনসাধারনের কষ্টের কথা চিন্তা করে আমরা জনসাধারনের সহযোগিতায় একটি কাঠেরপুল নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে। জনসাধারন তাতে সাড়া দিয়েছেন কেহ গাছ দিয়ে কেহ শ্রম দিয়ে আবার কেহ অর্থ দিয়ে এগিয়ে আসছেন কাঠেরপুল নির্মানে। আশা করি জনসাধারনের সহযোগিতায় অল্প সময়ের মধ্যে কাঠেরপুল নির্মান করা সম্ভব হবে।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জননেতা মোঃ মকবুল আহমেদ খান বলেন,আয়রন ব্রিজটি ভেঙ্গে যাওয়ার পর হলদিয়া চাওড়া ইউনিয়নের সকল মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। জনসাধারনের এ দুর্ভোগ লাঘবে সকলকে সঙ্গে নিয়ে কাঠেরপুল নির্মাণের কাজ শুরু করা হয়েছে। জনসাধারনকে সাথে নিয়ে সীমিত সময়ের মধ্যে কাঠেরপুল নির্মান কাজ সমাপ্ত হবে।

স্থানীয় প্রবিন ব্যক্তি মোঃ নান্নু মোল্লা বলেন, জনসাধারন যেভাবে সাড়া দিয়ে এগিয়ে এসেছে তাতে কিছু দিনের মধ্যে কাঠেরপুল দিয়ে মানুষ চলাচল করতে পারবে।

ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম স্বপন বলেন, কাঠেরপুল নির্মানে সকল প্রকার সহযোগিতা করা হবে।এছাড়াও কাঠেরপুল নির্মানে প্রতিদিন শ্রম দিয়ে যাচ্ছেন স্থানীয় মনি মোল্লা,মতি মোল্লা,নান্নু প্যাদা,জাকির হোসেন.রাসেল প্যাদা,সাহা গাজীসহ গ্রামের অনেক লোকজন।

উল্লেখ্য,গত ২২ জুন দুপুরে বরের বাড়িতে বউভাতের দাওয়াতে যাওয়ার সময় হলদিয়াহাট ব্রিজটি ভেঙে একটি মাইক্রোবাস নদীতে পড়ে ৯ জনের মৃত্যু হয়। তখন থেকে হলদিয়া ও চাওড়া ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগে পড়ে।

আমতলী উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন মুঠোফোনে বলেন,ভেঙ্গে যাওয়া আয়রন ব্রিজের স্থলে গার্ডার ব্রীজ নির্মানের জন্য কাজ চলমান রয়েছে।

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বরগুনায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

‘শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। বরগুনা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জলা প্রশাসক( সার্বিক) শুভ্রা দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম,  বিশেষ অতিথি ছিলেন বরগুনা পুলিশ সুপার মো: ইব্রাহিম খলিল, সিভিল সার্জন ডা: প্রদীপ কুমার মণ্ডল, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো: মতিউর রহমান।

আলোচনা সভায় শিক্ষকবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে প্রায় ৫ লাখ বেসরকারি শিক্ষক কর্মচারী রয়েছেন। এ শিক্ষকরা অত্যন্ত মানবেতর  জীবনযাপন করছেন। বর্তমানে শিক্ষাব্যবস্থার প্রায় শতকরা ৯৭ ভাগ পরিচালিত হয় বেসরকারি খাতে। মাধ্যমিক স্তরে একজন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকের বেতন স্কেল ১২ হাজার ৫০০ টাকা। এ শিক্ষকরা ৫০০ টাকা চিকিৎসা ভাতা আর ১ হাজার টাকা বাসা ভাড়া পান, যা দিয়ে বর্তমান সময়ে ব্যয় নির্বাহ একেবারেই অসম্ভব। চাকরি করতে গিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন অনেকে। এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি ক্ষেত্রেও কোনোরকম নিরাপত্তা নেই। চাকরি থেকে অবসর গ্রহণ করার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে প্রায় তিন থেকে পাঁচ বছর অপেক্ষা করতে হয়। যার ফলশ্রুতিতে অনেক শিক্ষক-কর্মচারী অর্থাভাবে চিকিৎসা না করাতে পেরে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন। শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হলেও বিভিন্ন সময় সেই শিক্ষকরাই লাঞ্ছিত হচ্ছেন চরমভাবে।

প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম তার বক্তৃতায় বলেন, সম্মানিত শিক্ষকদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। তাদের এই দাবিগুলো জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরা হবে।

আগস্ট বিপ্লবে বিজয়ের নেপথ্যের নায়ক তারেক রহমান -আনিসুর রহমান আনিস

মাহমুদুল হাসান,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর উপদেষ্টা

শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বলেছেন,দেশের জনগনের জানমাল পাহাড়া দেয়ার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা জিয়ার সৈনিকদের। আগস্ট ২৪ এ ছাত্র জনতার চুড়ান্ত লড়াইয়ের নেপথ্যের  মহানায়ক ছিলেন দেশনায়ক তারেক রহমান। যার দিক নির্দেশনায় দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে নেতা-কর্মী সহ দেশের আপামর জনসাধারণ  শামীল হয়েছিল মহা-বিপ্লবে। তারই ফলশ্রুতিতে শেখ হাসিনার মসনদ ভেঙ্গে চুরমার হয়েছিল। দেশ থেকে পালিয়ে গিয়েছিল স্বৈরশাসক।

তিনি আজ সকালে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে জনসংযোগের সময় এ কথা বলেন। তিনি টানা তিনদিন এলাকায় বিভিন্ন কর্মসূচী পালনের আজ সমাপ্তি ঘোষনা করেন।

বাউফল এলাকার বিভিন্ন ইউনিয়নে উম্মুক্ত আলোচনা সভা, মিছিল,পথসভার মাধ্যমে কর্মসূচী পালন করেন এই কেন্দ্র নেতা।

কর্মসূচীর গুলো ছিল ২৭শে সেপ্টেম্বর বগা বাজার, কনকদিয়া বাজারে পথসভা, আয়লা বাজার, বীরপাশা বাজারে গণসংযোগ, মসজিদে মুসল্লিদের সাথে মতবিনিময়,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া- প্রার্থনা,জুম্মাবাদ কাছিপাড়া বাজার,কালিসুরী ইউনিয়ন হয়ে বিকাল ৪.০০ ঘটিকায় সূর্যমনি ইউনিয়নের নূরাইনপুর হাটে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের নিয়ে পথসভা করেন। একই দিন বিকেল ৫.০০ ঘটিকায় ফ্যাসিস্ট হাসিনা মুক্ত সদ্য স্বাধীন বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে দেশ নায়ক তারেক রহমান ঘোষিত অর্থনৈতিক সরকারের রূপরেখা বাস্তবায়নে উম্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুবদল নেতা মৃধা মোঃ তারেক,বগা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ ফারুক মোল্লা। উল্লেখিত ৩দিনব্যাপী কর্মসূচীগুলিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বে-সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম-আহায়ক এ.কে.এম. রাসেল,যুবদল নেতা মৃধা মোঃ তারেক, সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তার ফারুক, হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদল নেতা মোঃ সোহেল,বাউফল ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হাওলাদার মোঃ সুমন, আবুল কালাম মৃধা, মোঃ জহিরুল হকসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীগন।