রূপসা প্রতিনিধি :
রূপসা উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি সদস্যগণের শপথ বাক্য পাঠ সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ ডিসেম্বর সকাল ১০ টায়া উপজেলা পরিষদ বিজয় মঞ্চ চত্বরে অনুষ্টিত হ য়।
আইচগাতী, শ্রীফলতলা, নৈহাটী, টি.এস. বাহিরদিয়া, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ১৫জন সংরক্ষিত আসনের মহিলা সদস্যাগণ এবং ৪৫জন সাধারণ আসনের পুরুষ সদস্যদের এ শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম।
এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মোল্যা নাসির আহম্মেদ, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, ওসি তদন্ত মো. সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু, স.ম. জাহাঙ্গীর, জেলা যুবলীগ নেতা সৈয়দ নাসির হোসেন সজল, শিক্ষক নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার কাজী ইয়াহিয়া, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, আ: মালেক, বজলুর রশিদ আজাদ, মো. আলী আকবর, মো. হাবিবুর রহমান প্রমুখ। শপথ বাক্য পাঠের আগে নব নির্বাচিত ইউপি সদস্যগণের মধ্যে বক্তব্য রাখেন পুরুষ ওয়ার্ডে সদস্য আকলিমা খাতুন তুলি, সরদার কামরুল ইসলাম।
