ডুমুরিয়ায় ভ্রাম‍্যমান আদালত- ক্লিনিক সিলগালা- মালিককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান

ডুমুরিয়ায় ভ্রাম‍্যমান আদালত- ক্লিনিক সিলগালা- মালিককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

খুলনার ডুমুরিয়ায়  চুকনগরে হালিমা  ক্লিনিক সিলগালা ও  ক্লিনিক মালিককে কারাদন্ড প্রদান করেছে  ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে  হালিমা মেমোরিয়াল ক্লিনিকে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরিফ আসিফ রহমান এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, উক্ত ক্লিনিকে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম চলে আসছে। সাম্প্রতি কয়েকদিন আগে ক্লিনিকটিতে ভুল অপরেশনের কারনে এক স্কুলছাত্রী মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে আজ অভিযান চালানো হয়েছে।

অভিযান পরিচালনাকালে সেখানে কোন ডাক্তার , নার্স , আয়া কেউ ছিল না। ওই ক্লিনিকে কোন সার্জন অস্ত্রপচার করেন , কে এ্যানেস্থেশিয়া দেন তার কোন কিছুই ক্লিনিক কতৃর্পক্ষ জানাতে পারেননি। ক্লিনিকের প্রতিটি কক্ষ , বিছানা , আসবাসপত্র নোংরা। তাছাড়া ক্লিনিকের লাইসেন্স ও নবায়ন করা হয়নি। এসব অপরাধে ক্লিনিকটি অনির্দিষ্ট কালের জন্যে সিলগালা করে দেয়া হয়েছে এবং ক্লিনিক মালিক কামাল হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।সময় উপস্থিত ছিলেন , ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ রিফাত রহমান , ডাঃ মোঃ মেহবুব হোসেন সাব্বির , ডুমুরিয়া থানার এস আই প্রসেনজিৎ ব্যানার্জি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *