Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the post-views-counter domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/dainikbiswa/public_html/wp-includes/functions.php on line 6114
জাহিদুর রহমান বিপ্লব, Author at দৈনিক বিশ্ব

ডুমুরিয়ায় ব্র‍্যাকের আয়োজনে যুব দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে অধিকার এখানে এখনই প্রকল্প আয়োজনে ৫ ডিসেম্বর  বৃহস্পতিবার  ডুমুরিয়ার হাজিডাঙ্গা স্কুল প্রাঙ্গণে   ইউুথ ও অন্যান্যদের নিয়ে দিনব্যাপী  যুব দিবস পালিত  হয়েছে। অনুষ্ঠানের শুরুতে  এক আলোচনা  সভা  বিথী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত  হয়। সভায় প্রধান অতিথি  ছিলেন  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান , আবাসিক মেড়িকেল অফিসার মোহাসিন আক্তার, ব্র্যাক এরিয়া ম‍্যানেজার দেবদাস সাহা,ম‍্যানেজার( টিভি ) হাসিব রহমান, জেলা যুব সমন্বযকারী শিখা  শিখা রানী,  ইউুথ সমন্বযকারী নাজমুল হাসান, শুভ মজুমদার, রাকিব হাসান প্রমখ।
দিবসের অনুষ্ঠানে মেয়েদের ব‍্যাডমিন্টন প্রতিযোগিতা, ছেলেদের ক্রিকেট টুর্নামেন্ট, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এসময়  ইউুথ সদস‍্যরা উপস্থিত ছিলেন।

ডুমুরিয়া গজেন্দ্রপুরে ৮ দলীয় নাইট মিনিবার  ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরন ও আলোচনা সভা

//জাহিদুর রহমান বিপ্লব বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়া গজেন্দ্রপুর দক্ষিন পাড়া যুব সমাজ কর্তৃক  আয়োজিত ৮ দলীয় নাইট মিনি বার  ফুটবল টুর্নামেন্টের  ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার রাতে খেলা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত সেনা সদস্য  শেখ সুলতান আহমেদ এর সভাপতিত্ব
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শেখ মশিউর রহমান  লিটন,  বিশেষ অতিথি ছিলেন  মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  আব্দুল হাই, বানিয়াখালী পল্লী বিদুৎ অফিসের ইনচার্জ মোজাহিদুল ইসলাম, পুলিশ ক‍্যম্পের ইনচার্জ সরোয়ার হোসেন,  স্বপ্ন ফাউন্ডেশন শেখ মুস্তাফিজুর রহমান।ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি  ও সাবেক চেয়ারম্যান শেখ জয়নাল আবেদীন, শিক্ষক মাহামুদ গোলদার। এসময় উপস্থিত ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কামরুল ইসলাম গাজী ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান শেখ, এফ এম আক্তারুজ্জামান,  মোঃ বাবুল শেখ মোঃ তারিকুল ইসলিম মোড়ল, কারিমুল ইসলাম, বাবুল শেখ, আইযুব আলী শেখ, হাকিম গাজী, ইজাহার গাজী, কুদ্দুস গাজী, হাবি গাজী, মতলেব গাজী, সিরাজুল ইসলাম শেখ, প্রমুখ। খেলায় গজেন্দ্রপুর পূর্ব পাড়া যুব সংঘ চ‍্যাম্পিয়ানও রানার্স আপ উত্তর পাড়া ফুটবল দল। বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

ডুমুরিয়ায় মহান বিজয় দিবস উদযাপন  উপলক্ষে  প্রস্তুতিমুলক সভাজাহিদুর রহমান

// বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ৩রা ডিসেম্বর  মঙ্গলবার সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ এর সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা
বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো; আরশাফুল আলম,  থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা,  মুক্তিযোদ্ধা নূরুল  ইসলাম মানিক,  ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবীর বুলু শেখ দিদারুল ইসলাম দিদার অধ্যক্ষ সমরেশ মন্ডল, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান,  যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, ইন্সট্রক্টর মো: মনির হোসেন, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ দাস, ফায়ার সার্ভিস কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক আইযুব হুসাইন, মাধ‍্যমিক শিক্ষক সমিতির সাধারণ  সম্পাদক শরিফুল ইসলাম সহ  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক উপস্থিত  ছিলেন।

ডুমুরিয়ায় ওয়ার্ড বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম‍্য ও মানবিক সমাজ নির্মানে   সোমবার বিকেলে ডুমুরিয়া  সদর ইউনিয়নের  ৮ নং ওয়ার্ড বিএনপি সহ সহযোগী সংগঠনের আয়োজনে  ডুমুরিয়া হাই স্কুল মাঠে এক  সম্প্রীতি সমাবেশ  অনুষ্ঠিত হয়।
 ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাতাপ আলী গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব‍্য দেন উপজেলা  বিএনপির সাবেক আহবায়ক মোল্ল‍্যা মোশাররফ হোসেন মফিজ, প্রধান বক্তার  বক্তব‍্য দেন উপজেলা বিএনপির সদস‍্য সচিব সরদার আব্দুল মালেক, বিশেষ অতিথির বক্তব‍্য দেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ  হাফিজুর রহমান, শেখ ফরহাদ হোসেন, অরুন কুমার গোলদার, আব্দুল মান্নান, উপজেলা যুব দলের সদস‍্য সচিব মোল্ল‍্যা মশিউর রহমান, মৎস‍্যজীবি দলের সদস‍্য সচিব মাষ্টার সেলিম হালদার,  কৃষক দলের সদস‍্য সচিব সাইকুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আতিয়ার রহমান, সাধারণ  সম্পাদক শফিকুল ইসলাম, সমাজ সেবক শাহজাহান জমাদ্দার, তপন কুমার সাহা, আবুল কালাম খান অহিদুল ইসলাম, সাবেক মেম্বার শেখ কবির হোসেন,  গাজী আব্দুল আজিজ, পারভেজ গাজী, শেখ ফয়সাল প্রমুখ।

ডুমুরিয়ায় আততায়ির গুলিতে কলেজ ছাত্র গুলিবিদ্ধ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
ডুমুরিয়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে নাঈম সানা (১৯) নামে এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। আহত ওই যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার সন্ধ্যা সাতটায় উপজেলার শরাফপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মইখালী এলাকার খোশদেল সানার ছেলে নাঈম তার সহোদরকে নিয়ে ঘটনার দিন সন্ধ্যায় ধানিবুনিয়া কফি হাউজে ঘুরতে যান।এ সময় কফি পান শেষে মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে শরাফপুর -কৈয়া সড়কের শরাফপুর বাজারের অদুরে শাহিনুর রহমানের অটো রাইস মিলের সামনে আসলে পিছন দিক থেকে ২টি দ্রুত গতিতে আসা মটরসাইকেল তার গতিরোধ করে এবং নঈম কে লক্ষ্য করে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দুর্বৃত্তের ছোড়া গুলি তার মাজা ভেদ করে সে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ওই রাতেই খুমেক হাসপাতালে ভর্তি করে। তবে কফি হাউজে নাঈমের সাথে কয়েক বন্ধুর সাথে  একটি বিষয় নিয়ে অনেক তর্কাতর্কি হয়েছিল বলে একটা সূত্র জানিয়েছে। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ মাসুদ রানা বলেন, খবর পেয়ে আমি সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অস্ত্রধারীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি।

ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই এর ৩১ তম  প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
 ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই এর ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১লা ডিসেম্বর  রোববার সকাল ১১টায়  র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাস স্ট্যান্ড চত্বরের নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া  উপজেলা  শাখার আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি  খান মহিদুল ইসলাম।
 সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মদ আল আমিন, সংগঠনের উপদেষ্টা মোল্ল‍্যা মোশাররফ হোসেন মফিজ,  থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, জেলা টাফিক পুলিশের টিআই মাহমুদ হাসান, নিরাপদ সড়ক চাই কমিটির  উপদেষ্টা  প্রভাষক আব্দুল কাইয়ুম জমাদ্দার,  উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক, সমাজ সেবক  ও কমিটির  সহ সভাপতি শাহজাহান জমাদার, শহীদ স্মৃতি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, খর্নিয়া হাইওয়ে পুলিশের এস আই জাহাঙ্গীর  হোসেন, সংগঠনের সেক্রেটারি নাজমুল হাসান বকুল ফায়ার সার্ভিস কর্মকর্তা শফিকুল ইসলাম,  বিএনপি  নেতা শেখ ফরহাদ হোসেন,   কমিটির প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন,  যুব বিষয়ক সম্পাদক গাজি সোহেল আহম্মেদ  লিটন, দুঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর  আলম মুকুল, যুগ্ন সম্পাদক গাজী আব্দুল আজিজ প্রমুখ।  সভায় বক্তরা বলেন  সকলের সচেতনাই একটি দুঘটার হতে রক্ষা পাওয়া সম্ভব। মহা সড়কের যান বাহনের চাপ বেড়েছে। সড়কের পাশে এক শ্রেনীর সুবিধাবাদী বাশ বালি ও দোকান পাট বসিয়ে ব‍্যবসা করছে তাদের বিরুদ্ধে ব‍্যবস্থা গ্রহন করা হবে।

ডুমুরিয়ায় সাউথইস্ট ব‍্যাংকিং এজেন্ট’র মতবিনিময় সভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
  ডুমুরিয়ায় -সাউথইস্ট এজেন্ট ব্যাংক বরুণা বাজার শাখার উদ‍্যেগে ১লা ডিসেম্বর  রোববার সকালে আর্থিক সচেনতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 স্থানীয়  বাজার চত্তরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন থুকড়া ও মিকশিমিল ব্যাংকিং’র মাষ্টার এজেন্ট এফ এম লতিফুর রহমান রাসেল। প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা শাখা ব্যবস্থাপক মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র এ্যাসিস্টেন্ড ভাইস প্রেসিডেন্ট মোঃ সাজ্জাদুল কবির, এক্সিকিউটিভ অফিসার মোঃ জহুরুল ইসলাম ও ডুমুরিয়া শাখা ব্যবস্থাপক সঞ্জিত কুমার মন্ডল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রগতি সমাজ কল্যাণ সংস্থার আব্দুল মতলেব সরদার, এফ এম আতিকুর রহমান রুবেল, মাষ্টার হাফিজুর রহমান, হাফেজ মোঃ শেখ সাদী হাসান প্রমুখ।  অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন ধামালিয়া ইউপি চেয়ারম্যান বি এম জহুরুল হক, সাবেক চেয়ারম্যান মোঃ রেজোয়ান হোসেন মোল্ল্যা, বিএনপি নেতা এফ এম গোলাম সরোয়ার, বিএনপি নেতা দেলোয়ার হোসেন জোয়ার্দার, জামায়াতে ইসলামীর মাষ্টার মোস্তাক আহম্মেদ,  মাষ্টার আব্দুর রশিদ, মোঃ ইকবাল কবীর, এফ এম বাবলু কবীর, শিক্ষক ইদ্রিস আলী গাজী, বাজার কমিটির সভাপতি মাহাবুর রহমান গাজী, সাধারণ সম্পাদক রজব আলী বাওয়ালী, সহসভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাস, এজাহার আলী মোল্ল্যা, এফ এম নুরুল ইসলাম, এজেন্ট ব্যাংকিং’র কর্মকর্তা মজুমদার রিয়াজ উদ দৌলা, প্রনব কুমার রায়, খাদিজাতুল কোবরা, মাহাবুর হাসান, রাজীব হোসাইন। অনুষ্ঠানে এজন্ট ব্যাংকিং’র গ্রাহকবৃন্দ ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার সানুষ উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় ব্র‍্যাকের সামজিক ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ‍্যেগে আন্তর্জাতিক কন‍্যা শিশু  দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
  ডুমুরিয়ায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় ৫ নভেম্বর মঙ্গলবার  অধিকার এখানে এখন প্রকল্পের আয়োজনে আর্ন্তজাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলেক্ষে চিত্রাংঙ্কন, কবিতা, নৃত্য ,গান, ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ডুমুরিয়া কলেজ মিলানয়াতনে বন্যাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সাহস নোয়াকাঠী, মির্জাপুর, ও হাজিডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়  ও ডুমুরিয়া কলেজের শিক্ষার্থী এবং ইউথ সদস্যদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিনত হয়।
সভায় সমাজে নারী প্রতিসহি;তায় মুল কারন,আইনি পদক্ষেপ এর পাশাপশি সমাজের অন্যণ্য ক্ষেত্র থেকে সহি;সতা প্রতিরোধ ,শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতয়ান , পারিবারিকভাবে কন্যা সন্তানের বেড়ে উঠা,শিক্ষা দিক্ষায় প্রতিষ্ঠিত করা, সামাজিক যোগাযোগের মাধ্যম ধারার পরিবর্তন,ব্যাল্য বিবাহের কুফল, একজন তরুন হিসাবে এ ক্ষেত্রে আপনার ভূমিকা সহ নানা দিক তুলে ধরা হয়। ইয়ুথ লিড়ার বৃষ্টি দেবনাথ এর সভাপতিত্বে ও ইয়ুথ লিড়ার মো: ফয়সাল আহম্মেদ এ পরিচালনায় আয়োজিত আলোচনা ও শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহি কর্মকর্তার প্রতিনিধি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, উপজেলা
একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, ডুমুরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. ফেরদাউস খান, ডুমুরিয়া হাসপাতালের আবাসিক মেড়িকেল অফিসার (মাও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগ) ডাক্তার মোহসেনা ফেরদৌসী,ব্র্যাকের এরিয়া কো-অর্ডিনেটর মো: জিল্লুর রহমান, প্রকল্পের জেলা যুব সমন্বয়কারী শিখা রানী ,ডুমুরিয়া কলেজের বাংলা বিভাগের প্রভাষক সুলগ্না বসু প্রমুখ। সকালে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা শেষে কবিতা আবৃতি,গান, নৃত্যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় দুই শতাধিক কন্যা শিশু ছাত্রীরা অংশ গ্রহন করে।

ডুমুরিয়ায় জাতীয় যুব দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

দক্ষ যুব গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে  শুক্রবার ১লা নভেম্বর ডুমুরিয়ায়  জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও  যুব উন্নযন অধিদপ্তর এর আয়োজনে সকালে পরিষদ কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে  আলোচনা সভা শপথ বাক্য পাঠ যুব ঋনের চেক, প্রশিক্ষণ সনদ ও প্রশিক্ষণ ভাতা বিতরন অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নযন কর্মকর্তা এস এম কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন  উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, বিশেষ অতিথির বক্তব্যদেন  যুব উন্নয়ন  খুলনার সহকারী পরিচালক বদিউজ্জামান বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,

উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রক্টার মোঃ মনির হোসেন,জনস্বাস্থ‍্য প্রকৌশলী প্রশান্ত পাল,  সমবায় কমকর্তা সরদার জাহিদুল ইসলাম, সহকারী  যুব উন্নযন কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উদ্যোক্তা সৌমেন মন্ডল,  মাজেদুল ইসলাম, এস কে বাপ্পী, পৃতীষ কুমার মন্ডল, আব্দুস সবুর, বিডি ক্লিন এর জাকিয়া সুলতানা, সাদ্দাম হোসেন, শোভন রানা,প্রমুখ। আলোচনা  সভা শেষে যুবক যুবতিদের প্রশিক্ষণ সাটিফিকেট সনদ  ঋনের চেক  প্রশিক্ষণের টাকা বিতরন করা হয়। পরে   বিডি ক্লিন এর ছাত্র ও যুবকরা স্বাধীনতা চত্বরের সামনে  খালের শেওলা ও ময়লা  পরিস্কার করেন।

ডুমুরিয়ায় যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ও ফ্রি মেড়িকেল ক‍্যাম্পেইন অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ অক্টোবর  রবিবার দুপুরে ডুমুরিয়া উপজেলা যুবদলের উদ্যোগে বাসষ্টান্ড চত্বরের শহীদ  সিরাজ মঞ্চে এক আলোচনা সভা ও ফ্রী মেডিকেল ক্যাম্পইন অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের  সদস্য সচিব মোল্লা মশিউর রহমান এর  সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাদিমুজ্জামান জনি।  অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য দেন জেলা যুবদলের সাবেক নেতা হাবিবুর রহমান বেলাল, ইয়ারুল ইসলাম রিপন, মমিনুর রহমান সাগর, মোঃ আফজাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমএ মান্নান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক খান আবুল কালাম আজাদ,সোহাগ গোলদার,  পারভেজ গাজী,গাজী আব্দুল আজিজ, রিপন হালদার, আনিস শেখ, রবিউল ইসলাম,  আব্দুল হক লিটন, মেহেদি হাসান রাসেল,  খালেদ সামিন,  আসলাম খান, লিপু খান, সরদার কবিরুল ইসলাম,  জামিনুর রহমান,  মাসুম আকুঞ্জি, ইমরান হোসেন,  সরোয়ার হোসেন, আবদুল কাদের,  ইলিয়াস মোল্লা,  শেখ ফয়সাল হোসেন,  বাবু গাজী,  হাসান সেখ, শাহিনুল ইসলাম ফকির, শাম্মি মোল্লা, রহমতুল্লাহ আকুঞ্জি, ইমরান হোসেন, খান মফিজুর রহমান, শরিফুল ইসলাম আকুঞ্জি, মতিউর রহমান, মিজান গাজী, তারক চন্দ্র মন্ডল, বিরেশ্বর মন্ডল, জুয়েল শেখ, উপস্থিত  ছিলেন উপজেলা  বিএনপি  নেতা শেখ হাফিজুর রহমান, শেখ ফরহাদ হোসেন, আব্দুর রব আকঞ্জি, খান জিয়াউর রহমান জীবন প্রমুখ। সকাল থেকে ফ্রি মেড়িকেল ক‍্যাম্পেইন ও ঔষধ দেওয়া  হয়।