//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়ায় বে – সরকারী সংস্থা দলিত এর আয়োজনে ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে অফিসাস ক্লাবে দলিত গ্রাম উন্নযন যুব ক্লাবের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
দলিতের শিক্ষা প্রকল্পের ম্যানেজার ধরাদেবী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান,বিশেষ অতিথি’র বক্তব্য দেন খাদ্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম,আরো বক্তব্য দেন স্পনসরশীপ অফিসার বিপ্লব মন্ডল, সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব, প্রোগ্রাম অর্গানাইজার বিপ্লব দাস, একতা যুব ক্লাবের সভাপতি পলাশ কুমার দাস, স্বপ্নপুরুন যুব ক্লাবের সভাপতি তুষার দাস, সম্পাদক বিপ্লব দাস, প্রকাশ দাস, লাবনী দাস, সুইটি দাস প্রমুখ।
