ডুমুরিয়ায় ইউপি চেয়ারম‍্যান রবিউল ইসলাম হত‍্যার প্রতিবাদে বাজার কমিটির প্রতিবাদ সভা

ডুমুরিয়ায় ইউপি চেয়ারম‍্যান রবিউল ইসলাম হত‍্যার প্রতিবাদে বাজার কমিটির প্রতিবাদ সভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //
ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়রম্যান ও মাওলানা ভাষানী মেমোরিয়াল কলেজের গভর্নিং বডির সভাপতি এবং বাজার ব্যবস্থপনা কমিটির সভাপতি শহীদ শেখ রবিউল ইসলাম এর হত্যাকারীদের গ্রেফতার ও  ফাঁসির  দাবিতে ১১জুলাই বৃহস্পতিবার বিকেলে বানিয়াখালী বাজার বনিক সমিতির উদ্যেগে বিক্ষোভ  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাজার বনিক সমিতির সদস্য হেমায়েত রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক রিজাউল গোলদার, কাজী মেহেদী হাসান রাজা, আ: গফার মোড়ল, বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ নাছির উদ্দিন, রবিউল ইসলামের বড় ভাই শেখ মজ্ঞুরুল ইসলাম, ইউপি সদস্য মিজানুর রহমান ,মনোরজ্ঞন দাস,আজমল হুদা মিঠু, জিয়াউল হক মিঠু, মাহাবুর রহমান গোলদার, লাখি বেগম,রোকেয়া বেগম,  বাবলু বিশ্বাস, শেখ আাব্দুর রশিদ, সুজন কুন্ডু,রাজু মোড়ল, হুমাউন কবির মোল্যা, প্রমুখ । সভায় বক্তরা রবির স্মৃতি চারন করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং প্রশাসনের কাছে উদাত্ত আহবান জানান অবিলম্বে রবির খুনিদের গ্রেফতার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *