//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়া উপজেলা শ্রমিক দলের উদ্যোগে প্রয়াত উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুরের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৭ জানুয়ারি শুক্রবার বিকেলে বাজারের অস্থায়ী কার্যালয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ ফরিদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান।
উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের শেখের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা খান জিয়াউর রহমান জীবন,জি এম মনিরুজ্জামান সোহাগ, আবুবকর মোল্যা ,মোহাম্মদ আবুল কাশেম মোঃ রফিকুল ইসলাম দাবীর, মোহাম্মদ বিল্লাল হোসেন, সাহেব আহমেদ জনি, আসাদুল ইসলাম শেখ, ইমরান খান, এস এম সাকিব হাসান, আব্দুল্লাহ আল মামুন, ইয়াসিন, আসলাম শেখ,ইমরান শেখ , শারিফ মোল্লা, খালিদ হাসান ইমন, হাসান, শেখ মিন্টু, শেখ আব্দুল্লাহ সরদার সহ প্রমুখ।
সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ আব্দুল্লাহ।
