//এম মুরশীদ আলী, রূপসা//
খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব মো. আবু হোসেন বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আনন্দনগর লস্কর পাড়ায় গত ২০ জুন আছর বাদ অনুষ্ঠিত হয়।
মো. শহীদুল্লাহ বুলবুল লস্কর এর আয়োজনে এসময় উপস্থিত ছিলেন- ঘাটভোগ ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি মুরাদ লস্কর, সাবেক ছাত্রদল নেতা ডালিম লস্কর, খালিদ লস্কার, যুবদল নেতা শিবলু লস্কর, আনোয়ার লস্কর, সাইদুল লস্কার, ছাব্বির শেখ, জুলহাস মোল্লা, বাবুল লস্কার, সাইদুল শেখ, নাঈম মোল্লা, ওয়াহিদ লস্কর, শফিক লস্কর, জামাল, ফজলু, আশরাফ লস্কর, সবুজ শেখ, তুষার, আজহার মোল্লা, শামীম, হেমায়েত, গোলাম রব্বানী, রাশেদুল, রাজা শেখ, ফেরদৌস সরদার, খায়ের লস্কার, শফিউল্লাহ লস্কর, সত্তার লস্কার প্রমূখ।
