মাগুরায় উন্নয়ন,পরিকল্পনা ও অগ্রগতি বিষয়ে জেলা প্রশাসনের “মিট দ্য প্রেস” অনুষ্ঠিত

মাগুরায় উন্নয়ন,পরিকল্পনা ও অগ্রগতি বিষয়ে জেলা প্রশাসনের “মিট দ্য প্রেস” অনুষ্ঠিত

সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধিঃ

সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে মাগুরায় উন্নয়ন, পরিকল্পনা ও অগ্রগতি বিষয়ে জেলা প্রশাসন কর্তৃক সাংবাদিকদের সঙ্গে “মিট দ্য প্রেস” কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রায় সকল সাংবাদিকদের সাথে এই “মিট দ্য প্রেস” সভার আয়োজন করা হয়। মুক্ত আলোচনার ভিত্তিতে জেলার বিভিন্ন উন্নয়ন, পরিকল্পনা ও অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথাও আলোচনায় উঠে আসে। এসময় প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকেও বিভিন্ন সম্পূরক প্রশ্নের জবাব দেন অতিথিবৃন্দ।

মাগুরা জেলা প্রশাসক ড.আশরাফুল আলম মহোদয়ের সভাপতিত্বে এবং জেলা তথ্য অফিসার জনাব মোঃ রেজাউল করিম সাহেবের সঞ্চালনায় “মিট দ্য প্রেস” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ শহিদুল্লাহ দেওয়ান,জেলার বিভিন্ন পদস্থ কর্মকর্তাবৃন্দ, মাগুরা জেলার ৪টি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম খান,জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী, ৪ টি উপজেলার প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি /সাধারণ সম্পাদক বৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সকলকে জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে “শস্যে ভরা বাঁওড়ে ঘেরা মোহনীয় মাগুরা” ও “মুজিব জন্মশতবর্ষে বাস্তবায়িত শত উদ্যোগ” বিষয়ক ২ টি বই উপহার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *