//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
খুলনার ডুমুরিয়ায় চলতি এসএসসি পরীক্ষায় ডুমুরিয়া কেন্দ্রে ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে অবৈধ প্রবেশ ও স্মাম্ট ফোন নিয়ে কেন্দ্র প্রবেশ করায় এক স্কুল শিক্ষককে ভ্র্যামম্যান আদালত ১০ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করেছে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনুর রশিদের আদালতে রায় প্রদান করা হয়।
আদালত ও কেন্দ্র সচিব সুত্রে জানা গেছে বৃহস্পতিবার ৫ম দিনে সাধারন গনিতের পরীক্ষা ছিল। যথা নিয়মে প্রথমে বেলা ১১টায় এম সি কিউ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালীন কুলটি বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মুকুল ফৌজদার কেন্দ্রের অনুমতি ছাড়াই কেন্দ্রে প্রবেশ করে। এসময় কেন্দ্রে উপস্থিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশিদ ও মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ উক্ত শিক্ষককে কেন্দ্রে প্রবেশের কারণ জানতে চান। কোন সঠিক উত্তর দিতে না পারায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে উক্ত শিক্ষককে ১০হাজার টাকা জরিমানা করেন ।
