রূপসা প্রতিনিধিঃ
খুলনার রূপসার টিএসবি ইউনিয়ন স্বল্পবাহিরদিয়া গ্রামে জসীম সেখ (২৮) পিতা মোঃ গোলাম সেখ। এর সাথে একই গ্রামের আশরাফ আলী শেখ (৪৫) পিতা মৃত সলেমান শেখ এর দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এই বিষয়ে খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে আশরাফ আলী শেখ (৪৫) পিতা মৃত সলেমান শেখ, কবির শেখ (২৮), রূহুল শেখ (২৬) উভয়ের পিতা আশরাফ শেখ দ্বয়ের নামে ৫ মার্চ ২০২৩, জসীম সেখ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং এম.পি-১৭৬/২৩ ধারা ১৪৪/১৪৫ ফৌজদারি কার্যবিধি স্বারক নং এডিএম/খুলনা ৫৫৪/২৩ যুক্ত ২/২ মামলায় উল্লেখ করেন তিনি দীর্ঘদিন জমি ভোগ দক্ষল করে আসছেন।
গত ৩ মার্চ বিবাদী পক্ষ অতর্কিত ভাবে নালিশি জমির উপর পাকা গৃহ নির্মান কাজ শুরু করেন। কাজে বাধা প্রদান করলে বিবাদীগণ দা, শাবল, লাঠি দিয়ে আঘাত করতে আসে এবং ভয়ভীতি প্রদান করে মেরে ফেলার হুমকি দেয়। বাদীর মামালার পরিপেক্ষিতে অতিরিক্ত খুলনা জেলা ম্যজিট্রেট এর বিজ্ঞ আদালত ১৪৪/১৪৫ ধারা মোতাবেক উক্ত সম্পত্তির উপর উভয় পক্ষেকে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন। এবং আদালতের আইন অমান্য করলে আইনত ব্যাবস্থা গ্রহন করবে এই মর্মে উভয় কে নোটিশ প্রদান করে। বিবাদী আশরাফ আলী শেখ কোটের আদেশ অমান্য করে পুনরায় ১৩ মার্চ গৃহ নির্মান কাজ শুরু করে যা আইনের পরিপন্থি।
পরে বিভিন্ন পত্র পত্রিকায় এই সংক্রান্ত নিউজ প্রকাশিত হয়। বাদী পুনরায় আদালতে উপস্থিত হয়। উক্ত আদালত মামলা চলাকালিন সময়ে ঐ জমিতে কোন কার্যক্রম না করার নির্দেশ প্রদান করেন। পরবর্তিতে ১৫ মে বিবাদী আশরাফ কোটে হাজিরা দেন। কোট, সহকারি কমিশনার (ভুমি) কে জমি মাপার নির্দেশ প্রদান করেন। এরপর গত ৮ জুন আবারও কোটের আদেশ অমান্য করে জমিতে থাকা বাঁশ কর্তন করে এবং গৃহ নির্মানের প্রস্তুতি নেয়। ঐ দিনই বাদী রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিবাদী ৯ জুন শুক্রবার গৃহ নির্মানের কাজ শুরু করে।
বাদী জসীম সেখ বলেন, এই জমির উপর ১৪৪/১৪৫ ধারা রয়েছে। তারা কোটের আদেশ অমান্য করে, পুনরায় গৃহ নির্মানের কাজ শুরু করেছে। এ ব্যাপারে আমি শতভাগ আইনি সহায়তা পাবো বলে আশা করছি।
বিবাদী আশরাফ আলী সেখ গৃহ নির্মানের ব্যাপারে বলেন, আমাদের উকিল বলেছে, গৃহ নির্মানের ব্যাপারে কোন বাধা নেই। যেহেতু কোন বাধা নেই সেহেতু আমরা গৃহ নির্মানের অসমপ্ত কাজ পুনরায় করছি।
বাগেরহাটের কচুয়ার শ্রেষ্ঠ পাঁচ জয়িতার জীবন সংগ্রাম
