কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি॥
বাগেরহাটের কচুয়ায় ইয়াবাসহ তিন মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।
জানাগেছে,শুক্রবার রাতে কচুয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালপুর ইউনিয়নের মালিপাটন গ্রামের অভিযান চালিয়ে মালিপাটন কমিউনিটি ক্লিনিকের সামনে চৌরাস্তর থেকে তিন জন কারবারীকে আটক করে। এসময়ে তাদের কাছ থেকে ৬৭ (সাতষট্টি) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, চর টেংরাখালী গ্রামের মোক্তার শেখের ছেলে মোঃ ওমর আলী (২৮), টেংরাখালী নতুন বাজার এলাকার সোহরাব শেখের ছেলে আব্দুল কাইয়ুম শেখ (২২) ও চরফুলতলা এলাকার মোঃ ইদ্রিস শেখের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৪)। এদের বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক) ধারার মামলা করা হয়েছে।
