হাইমচরে অসহায় পরিবারকে বসতভিটা জোরপূর্বক দখলের পায়তারা থানায় অভিযোগ

হাইমচরে অসহায় পরিবারকে বসতভিটা জোরপূর্বক দখলের পায়তারা থানায় অভিযোগ

//হাইমচর প্রতিনিধি//

হাইমচর উপজেলার ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়ন গন্ডামার গ্রামে সুশীল চন্দ্র মজুমদারের পৈত্রিক সম্পত্তির উপর নির্মিত বসতভিটা একই বাড়ির প্রান কৃষ্ণ সীল ও তার পরিবারের লোকজন জোরপূর্বক অসহায় পরিবারের বসতভিটা দখলে পায়তারা করছে। এ ব্যাপারে সুশীল চন্দ্র মজুমদার বাদী হয়ে হাইমচর থানায় একটি অভিযোগ দ্বায়ের করেন। গত রবিবার (৬ ফেব্রুয়ারী) হাইমচর উপজেলার গন্ডামারা গ্রামে ঘটনাটি ঘটেছে। অভিযোগ সুত্রে জানা হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের গন্ডামারা গ্রামের সুশীল চন্দ্র মজুমদার পৈত্রিক সম্পত্তির ১২ শতাংশের জমির উপর তার বসত বাড়ি নির্মান করে বসতবাস করে আসছে। একই বাড়ির মৃতঃ নন্দ লাল সীলের পুত্র প্রান কৃষ্ণ সীল ও তার পরিবারের লোকজন সুশীল চন্দ্র মজুমদারের সম্পত্তির জোরপূর্বক দখল নিয়ে ঝগড়া – বিবাদ চলে আসছে। সুশীল চন্দ্র মজুমদার কে তার বসতভিটার থেকে উচ্ছেদ করা পায়তারা করছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন সুশীল চন্দ্র মজুমদার বসত ঘরে সামনে দিয়ে বাউন্ডারি দেওয়াল নির্মান করতে গেলে বাঁধা দিলে প্রানকৃঞ্চ সীলে লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালায় এতে সুশীল চন্দ্র মজুমদার স্ত্রী সন্ধ্যা রানী, মেয়ে শ্যামলী মজুমদার, অর্থই মজুমদার, গৌরি রানী স্বামী ফনি ভূষণ মজুদার, ফনি ভূষণ মজুদারসহ বেশ কয়েকজন আহত হয়।

এ ব্যাপারে সুশীল চন্দ্র মজুমদার জানান গন্ডামারা মৌজায় আমার পৈত্রিক সম্পত্তির ১২ শতাংশ। যার দাগ নং ৫২৯০ ও খতিয়ান নং ৩৯৯। এ সম্পত্তি আমার, আর তারা জোরপূর্বক দখল করে নিবে এ মর্মে আমাকে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তারা আমার ঘরের সামনে আমার জমিতে বাউন্ডারি দেওয়াল নির্মানের জন্য ইট, বালু সিমেন্ট এনে রেখেছে। আপনারা হয়তো দেখেছেন দেওয়াল নির্মানের চক কেটে রেখেছে। ঐদিন আমি ব্যবসায়িক কাজে বাড়ির বাহিরে ছিলাম তারা স্ত্রী, কন্যা ও আমার পরিবারের লোকজনের উপর হামলা চালায়। প্রশাসনের কাছে অনুরোধ সঠিক তদন্তের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জন্য জোর অনুরোধ করছি।

এ ব্যাপারে প্রান কৃষ্ণ সীল জানান আমাদের জমিতে আমরা দেওয়াল নির্মান করতে গিয়েছি তারা উল্টো বাঁধা দিয়েছে। আমরা তার কাছ থেকে আরো জমিন পাবো। তাদের ঘরের সান সীট আমাদের জমিতে এসেছে। আমাদের দাদা তাকে ৯ শতাংশ জমি দান করেছে এখন সে নিজে জমি বলে দাবি করেন।

পাড়ুন দৈনিক বিশ্ব

Daily World News

রামপাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মজনু’র মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *