শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটের কচুয়ায় একাধিক মামলার এজাহার ভুক্ত আসামী সহ ৬ জনকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।
শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কচুয়া থানার সিআর ১৪/২১ মামলার আসামী মঘীয়া গ্রামের আফছার শেখ পুত্র আউব আলী শেখ(৫৮), মিস ০৯/২১ আসামী খলিশাখালীর মৃত শেখ আঃ আজিজ এর পুত্র ফেলজ উদ্দিন(৬৪), সিঅর ১৩২৭/২২ মামলার আসামী দঃ মাধবকাঠী গ্রামের ইলিয়াচ শেখের পুত্র এমরান শেখ(২৮), পিতাঃ মোসলেম শেখের পুত্র ইলিয়াচ শেখ(৫৪), দীন মোহাম্মদ শেখের পুত্র জাহাঙ্গীর শেখ(৫৭) এছাড়া চান্দেরকোলা এলাকা থেকে নাইম শেখ (২১)কে আটক করে।
আটক নাইম শেখের বিরুদ্ধে উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রকল্পের কর্মাচাকে আলকাজ শেখকে মারধরের ঘটনা কচুয়া থানার নন জিআর ২৩/ ২২ নং মামলার এজাহার ভুক্ত আসামী। এছাড়া কচুয়া থানার জিআর ৭৬/২১ ও জিআর ৩/২০ মাদক নিয়ন্ত্রন,নারি ও শিশু নির্যাতন দমন আইনে মামলার এজাহার ভূক্ত আসামী।আটক নাইম শেখ উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামের বেলায়েত শেখের এর পুত্র।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মরিুল ইসলাম জানান,উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কচুয়া থানার বিভিন্ন মামলার এজাহার ভুক্ত ৬ জন আসামী আটকরে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
