বাইডেন, সুনাক, ট্রুডো: জি-২০ তে এসে কে কোথায় থাকবেন

বাইডেন, সুনাক, ট্রুডো: জি-২০ তে এসে কে কোথায় থাকবেন

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

আগামী শনিবার ও রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অর্থনৈতিক জোট জি-২০–এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ওই সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। তাঁরা দিল্লিতে কোথায় থাকবেন, তা একনজর দেখে নেওয়া যাক।

বাইডেন, সুনাক, ট্রুডো: জি-২০ তে এসে কে কোথায় থাকবেন

জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নয়াদিল্লিতে পৌঁছানোর পর আইটিসি মৌর্য হোটেলে থাকবেন। আগামীকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, জি-২০ সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলবেন বাইডেন।

ঋষি সুনাক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভারত সফর করবেন ঋষি সুনাক। তিনি সাংগ্রি লা হোটেলে থাকবেন। সম্মেলনকে সামনে রেখে ৪৩ বছর বয়সী সুনাক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করেছেন। বলেছেন, জি-২০ শীর্ষ সম্মেলনে ভারতের সভাপতিত্ব করার যথার্থ সময় এটি।

চীনের প্রতিনিধিদল

জি-২০ শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যোগ দেবেন না বলে আগেই ঘোষণা দিয়েছেন। চীনের একটি প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবে। দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এ প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন। এবারই প্রথম জি-২০ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট উপস্থিত থাকছেন না। ২০০৮ সালে প্রথম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির কারণে জি-২০ সম্মেলনে সি চিন পিংয়ের ভার্চ্যুয়াল অংশগ্রহণ ছিল।

চীনের প্রতিনিধিদলটি দিল্লির তাজ হোটেলে থাকবে।

জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইন্দোনেশিয়ায় আসিয়ান সম্মেলনে যোগ দিয়েছেন। সেখান থেকে জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছাবেন তিনি। নয়াদিল্লিতে দ্য ললিত হোটেলে থাকবেন ট্রুডো।

অ্যান্টনি আলবানিজ

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এশিয়ায় ত্রিদেশীয় সফরে আসছেন। জি-২০ সম্মেলনে যোগ দিতে তিনি ভারতের ইম্পিরিয়াল হোটেলে উঠবেন। ভারত ছাড়া ইন্দোনেশিয়া ও ফিলিপাইনেও সফর করবেন আলবানিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *