// নিউজ ডেস্ক//
ভয়াবহ বিস্ফোরণের পর গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকে আগুন ধরে গেছে। লেবাননের বৈরুত-জুনিহ মহাসড়কে এই ঘটনা ঘটে বলে আরব নিউজ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
স্থানীয় এমটিভি টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাসলিক এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণ এতো শক্তিশালী ছিল যে পার্শ্ববর্তী জোক মোসবেহ এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে, বিস্ফোরণের পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার ফোনও বন্ধ পাওয়া যায়।
বিস্ফোরণে আশেপাশের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার আগেই আগুন পাশের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ছড়িয়ে পড়ে। আগুনে বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
এদিকে, বিস্ফোরণের পর মহাসড়কের উভয় লেনেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
পাঁচ ভাইকে চাপা দেওয়া সাইফুলের লাইসেন্স ছিল না, ছিল আত্মগোপনে: র্যাব
Watch: A truck loaded with gas cylinders explodes on the Beirut-Jounieh highway in Lebanon after it caught fire, according to local media reports. #Beirut #Lebanon https://t.co/IRJtWvwXB1 pic.twitter.com/3EgdfK9RZb
— Al Arabiya English (@AlArabiya_Eng) February 11, 2022
