আইপিএল-এর মেগা নিলাম শেষ ।।কোন দল কাদের কিনল তার তালিকা দেখে নিন

আইপিএল-এর মেগা নিলাম শেষ ।।কোন দল কাদের কিনল তার তালিকা দেখে নিন

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

আইপিএল-এর মেগা নিলাম শেষ।

দু’দিন ধরে চলা আইপিএল-এর মেগা নিলাম অবশেষে শেষ। চেন্নাই, কলকাতা, মুম্বই, পঞ্জাব ২৫টি ক্রিকেটারের কোটা সম্পূর্ণ করেছে।

।।তালিকা দেখে নিন।।

আমন খান কলকাতায়

২০ লাখে কিনল কলকাতা। তাদের ২৫টি ক্রিকেটার হয়ে গিয়েছে।

 

ডেভিড উইলি বেঙ্গালুরুতে

২ কোটি টাকায় কিনল তারা।

 

ফিন অ্যালেন মুম্বইয়ে

৭৫ লাখে কিনল তারা।

 

লুভনিৎ সিসোদিয়া বেঙ্গালুরুতে

২০ লাখে কিনল তারা।

 

আরিয়ান জুয়াল মুম্বইয়ে

২০ লাখে কিনল তারা।

 

সুদর্শন গুজরাতে

২০ লাখে সাই সুদর্শনকে নিল গুজরাত।

 

সিদ্ধার্থ কৌল বেঙ্গালুরুতে

৭৫ লাখে কিনল তারা।

 

ড্যারিল মিচেল রাজস্থানে

৭৫ লাখে কিনল তারা।

 

রাসি ভ্যান ডার ডুসেন রাজস্থানে

১ কোটিতে তাঁকে নিল রাজস্থান।

 

ভিকি অস্তবাল দিল্লিতে

২০ লক্ষে দিল্লিতে।

 

ইশান্ত শর্মা অবিক্রিত

এবারও কেউ নিল না তাঁকে।

 

নেথান কুল্টার-নাইল রাজস্থানে

২ কোটিতে নিল তারা।

 

জিমি নিশাম রাজস্থানে

১.৫ কোটিতে কিনল তারা।

 

উমেশ যাদবও কলকাতায়

২ কোটিতে উমেশকে নিল কলকাতা।

 

মহম্মদ নবি কলকাতায়

১ কোটিতে আফগান স্পিনারকে নিল কলকাতা।

 

শুভম গারওয়াল রাজস্থানে

২০ লাখে কিনল তারা।

 

অর্জুন তেন্ডুলকর মুম্বইয়ে

শেষ বেলার ৩০ লাখে সচিন-পুত্রকে কিনে নিল মুম্বই।

 

সঞ্চালক এডমিডেস ফিরলেন শেষ রাউন্ডের জন্য

সরে দাঁড়ালেন চারু শর্মা। শেষ রাউন্ডের জন্য নিলাম করবেন এডমিডেস।

 

কে ভগৎ বর্মা চেন্নাইয়ে

২০ লাখে কিনল তারা। তাদের টাকা শেষ।

 

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার দিঘলিয়ায় নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করলেন সারমিন সালাম

খুলনায় পুলিশের এসআইর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগ স্ত্রীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *