মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে গলায় ওড়না পেঁচিয়ে চন্দনা রাণী (৩৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্ৰামের ২নং ওয়ার্ডে তার স্বামীর বাড়িতে এঘটনা ঘটে।
জানাগেছে, শনিবার দিবাগত রাতে তার স্বামীর বাড়িতে বারান্দার আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ।এর আগে ওইদিন রাতে তার স্বামীর সাথে তার পারিবারিক ঝগড়া হয়। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দূলাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাটে কাজ করার সময় মৃতা চন্দনা রাণী।ও তার স্বামী মন্টু বিশ্বাসের সাথে সম্পর্ক করে বিয়ে হয়।
আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।
অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান সরেজমিনে তদন্ত করে সত্যটা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
