মোবাইলে প্রেম,একতরফা বিয়ে অতঃপর মেয়েকে অচেতন অবস্থায় পেল পরিবার

মোবাইলে প্রেম,একতরফা বিয়ে অতঃপর মেয়েকে অচেতন অবস্থায় পেল পরিবার

//সুজন মাহমুদ, মাগুরা//

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের দীঘা গ্রামের অমল মন্ডলের মেয়ে অঞ্জলি মন্ডলের মোবাইলে প্রেমের সম্পর্কে গড়ে উঠে। প্রেমের সম্পর্কের এক পর্যায়ে দেখা করতে আসে প্রেমিক তরুন কুমার মন্ডল, একপর্যায়ে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায় এবং বিয়ে করে বলে অভিযোগ করে অঞ্জলির পরিবার।

এ বিষয়ে  তরুণ কুমার মন্ডলের সাথে কথা বললে তিনি বলেন অঞ্জলির সাথে আমার প্রেমের সম্পর্ক ছিলো দেখা করতে গিয়ে আমরা পালিয়ে ঢাকা চলে যাই। মেয়ের বয়স কম থাকায় ৫/৬ দিন পরে আমার পারিবারিক ভাবে বিয়ে করি তার পর আমি আমার দাদার চিকিৎসার জন্য ইন্ডিয়া গেলে মোবাইল মাধ্যমে সংবাদ পাই অঞ্জলি আমার বাড়ি থেকে পালিয়ে ওদের বাড়িতে চলে গেছে।

অঞ্জলির বোন অঞ্জু মন্ডল বলেন অঞ্জলিকে তারা  হত্যার উদ্দেশ্যে মারধর করে অচেতন অবস্থায় আমাদের বাড়ি পাশে রাস্তায় ফেলে রেখে যায়, ঐ দিন আমাদের ছাগল হারিয়ে যায় সেটা খুঁজতে খুঁজতে আমার বোনকে পেয়ে যায় আমার মা। তা না হলে আমার বোনের মৃত লাশ দেখতে হতো।

অচেতন অবস্থায় অঞ্জলীকে উদ্ধার করে মাগুরায় ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক।

তরুণ কুমার মন্ডল মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কাওলীপাড়া গ্রামের অরুন মন্ডলের ছেলে।

তদন্ত সাপেক্ষে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *