//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
মাদারীপুর শিবচরে সড়ক দূর্ঘটনায় নিহত ডুমুরিয়ার মিকশিমিল রুদাঘরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী,ডাচ্ বাংলা ব্যাংক এর কর্মকর্তা মহাদেব কুমার সাধুখা অকাল প্রয়ানে গভীর শোক শোকাহত পরিবার ও অবুঝ দুটি শিশুকে জড়িয়ে ধরে সমবেদনা জানান ডুমুরিয়া উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। এসময সকল ধর্ম বনের নারী পুরুষ এলাকাবাসী শেষ বারের জন্য দেখতে আসেন। তাকে শোলগাতিয়া মহা শ্মশানে শেষ কৃত্য সম্পন্ন করা হযেছে। উল্লেখ্য তার স্ত্রী বিপাশা বসু মহিলা বিষযক কর্মকর্তা হিসাবে দিঘুলিয়া উপজেলা কর্মরত।
