//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//
বাগেরহাটের ফকিরহাটে গাড়ির ধাক্কায় এক বাইসাইকেলচালক নিহত হয়েছেন।
আজ রোববার (১৩ এপ্রিল) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের মূলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: আতিয়ার রহমান (৫০) বাগেরহাটের যাত্রাপুর এলাকার মরহুম ইমান উদ্দিনের ছেলে। তিনি বিসমিল্লাহ ফিড মিলস লিমিটেডের কর্মচারী ছিলেন।
মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নুরুজ্জামান জানান, সকাল সাড়ে ৫টার দিকে আতিয়ার রহমান রাতে ডিউটি করে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। মূলঘর এলাকায় রাজপাট-সোনাখালী মোড়ে এসে পৌঁছলে পেছন দিক থেকে একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর পড়ে যান। এ সময় দ্রুতগামী অপর একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
তবে গাড়ি দু’টি শনাক্ত করা যায়নি বলে জানান ওসি।
তিনি আরো জানান, খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
