//জাহিদুর রহমান বিপ্লব, নিজস্ব সংবাদদাতা//
খুলনার ডুমুরিয়ায় যথাযথ মর্যাদায় ৬ সেপ্টেম্বর বুধবার সকালে শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উৎসব উদযাপিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কালীবাড়ি মঠ আশ্রম মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পূজা উদযাপন পরিষদ ডুমুরিয়া শাখা সভাপতি বিশিষ্ঠ শিল্পপতি নির্মল চন্দ্র বৈরাগীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। অনুষ্ঠানের শুভ উদ্বোধক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাশ, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক বিমান সাহা।
সভায় আরও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম, শিল্পপতি প্রফুল্ল্য রায়, জিয়ালতলা আশ্রমের নারায়ণ চন্দ্র গোস্বামী, মতুয়া সংঘের হরিপদ ধর প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, মাগুরখালীর চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, শোভনার চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, ভান্ডারপাড়ার ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, রংপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মনোজিৎ বালা, শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি, ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুক্ত রায় চৌধুরী,বিষ্ণ প্রসাদ মল্লিক, প্রকৌলশী তিমির মন্ডল, অধ্যাপক বিষ্ণু প্রসাদ মল্লিক, ছাত্র যুব পরিষদের ভবতোষ মন্ডল, কার্তিক দাস, উত্তম বিশ্বাস, কবি তুষার বিশ্বাস, ।
সভা শেষে মঠ মন্দির থেকে একটি বিশাল বর্ণাঢ্য ধমীয় শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং ুশেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সকালে উপজেলার ১৪ ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের ব্যানারে বাদ্যযন্ত্র সহকারে শত শত নারী পুরুষ ুজম্মাষ্টমীতে অংশ নেয়।
