//নিজস্ব প্রতিবেদক: মোঃ মোস্তাফিজুর রহমান//
নীলফামারীর ডোমার উপজেলার সোনারায়ের ৫ নং ওয়ার্ডের আপেল মার্কা প্রতিকের সদস্যপদপ্রার্থী রিয়াজ উদ্দীন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। প্রচার-প্রচারণার শুরু থেকে প্রার্থীরা ছুটে চলেছেন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বিভিন্ন গ্রামে গ্রামে।
আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিত ডোমার উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে সোনারায় ইউনিয়নের ৫ পাঁচ নং ওয়ার্ডে সদস্য পদে রিয়াজ উদ্দিন সহ মোট ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে দিন রাত ছুটে চলেছেন প্রার্থীরা।
রিয়াজ উদ্দিন কর্মী ও সমর্থকদের নিয়ে গ্রামে গ্রামে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।
ইউনিয়নের হুজুর পাড়া গ্রামে ভোট প্রার্থনাকালে মেম্বার পদপ্রার্থী রিয়াজ উদ্দিন বলেন, যে ভাবে কর্মী আর সাধারন মানুষের সাড়া পেয়েছি তাতে আশা করছি বিজয় আমাদেরই। ওয়ার্ডবাসী আমাকে ভালবাসে বলে আমাকে ওয়ার্ডবাসী দুইবার নির্বাচিত করেছে । এবারো আমি আশা করছি ওয়ার্ডবাসী আমাকে নির্বাচিত করে ওয়ার্ডবাসীর সেবা ও উন্নয়ন করার সুযোগ করে দিবে।
আমি এবার নির্বাচিত হলে ৫ নং ওয়ার্ডকে সোনারায় ইউনিয়নের মডেল ওয়ার্ড করার চেষ্টা করব।
