//এম মরশীদ আলী//
“সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার”। এ প্রতিপাদ্য সঙ্গে নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে এক র্যালি ও আলোচনা সভা গত ৪ অক্টোবর সকাল ১১ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দীন বাদশা।
কন্যা শিশু দিবসে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খনম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মেহ নাজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলী মজুমদার, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিচুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা পারভেজ, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, তথ্য আপা দীলশান আরা প্রমূখ।
