ডুমুরিয়ায় বিআরডি’র সুফল ভোগী সদস‍্যদের মধ‍্যে  বীজ  বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া// 
 বাংলাদেশ  পল্লী উন্নযন বোর্ড ( বিআরডি) ডুমুরিয়ার উদ‍্যেগে গতকাল সোমবার সকালে দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্ঠি সমৃদ্ধ মূল‍্যের অপ্রধান শষ‍্য উৎপাদন  ও বাজার জাতকরন কর্মসূচীর আওতায়  সুফল ভোগী সদস‍্যদের মধ‍্যে  বীজ  বিতরন অনুষ্ঠান উপলক্ষে  বিআরডি প্রশিক্ষণ  হর রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয। উপজেলা পল্লী উন্নযন কর্মকতা  মো হাসান ইমাম  এর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব‍্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান,  আরো বক্তব‍্য  দেন ইউ সি সি এ লি: চেয়ারম্যান  সরদার আব্দুল গনি,  সহকারী পল্লী উন্নযন কর্মকর্তা লিকচন রায়,প্রধান পরিদর্শক শাহাজালাল মোড়ল, সাব্বির মাহমুদ শয‍্য বিশেষজ্ঞ,   গোলদার মশিউর রহমান শষ‍্য উন্নযন কর্মকর্তা, শিল্পী খাতুন মাঠ সংগঠক প্রমুখ। অনুষ্ঠান শেষে সুফল ভোগী কৃষকও কৃষানী ৪০ জন কে পিয়াজ ও সরিষার  বীজ বিতরন করা হয।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *