মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃঃ
যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট পশ্চিমপাড়া হযরত হুসাইন রাঃএতিমখানা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ডিসেম্বর) সকাল ১০টায় মোঃ মাসুদুর রহমান টিটো ফারাজীর সভাপতিত্বে ও অভয়নগর উপজেলার কৃষক লীগের সভাপতি মুন্সী আব্দুল মাজেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-মোঃ জালাল উদ্দিন জালু- বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মোঃ আনিসুর রহমান -বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মোঃ আবুবক্কার সিদ্দিক বাবু -বিশিষ্ট সমাজ ও শিক্ষানুরাগী, সাংবাদিক মোঃ কামাল হোসেন, গাজীপুর ক্যাম্পের এ,এস,আই মোঃ মিরাজ হোসেন, মোঃ মিজানুর রহমান, আকুঞ্ছি, মোঃ হাদিউজ্জামান প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে -কাজীও গ্ৰাম ডাক্তার হুসাইন আহমাদ ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-মোঃ টিপু সুলতান, এমএ কাদের, মাওঃ আব্দুর রহমানসহ মাদ্রাসার ছাত্র -ছাত্রীদের সন্মানিত অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন- হাফেজ আম্মার ইবনে হুসাইন , কোরআন তেলাওয়াত ও দোয়ায় মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া পরিচালনা করেন কাজী হুসাইন আহমাদ।
