//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়া উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা শনিবার ১৪ জানুয়ারি শহীদ মজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয।
উপজেলা ভূমি কমিটির সভাপতি শেখ সেলিম আক্তার স্বপনের সভাপতিত্বে সাধারন সম্পাদক শেখ মাহাতাব হোসেন এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দ্রিয় ভূমি কমিটির সাধারন সম্পাদক এ্যাড.পুলিন বিহারী সরকার, অধ্যাপক কেএম হযরত আলী, সাংবাদিক শেখ হেদায়েত উল্লাহ, উত্তরনের ম্যানেজার আব্দুল আলিম, রাইট প্রকল্পের মো: সিরাজুল ইসলাম, কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, শোভা রানী হালদার, অলিয়ার রহমান খান, ইউসুফ আলী, শেফালি রানী.অর্চনা রানী, তাসলিমা বেগম, সঞ্জয় বিশ্বাস, দেবদাস হালদার সহ রাইট প্রকল্পের মাঠকর্মী উপস্থিত ছিলেন
