//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
সাবেক মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন ক্ষুদা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা আজ স্বপ্ন নয় বাস্তবে রুপান্তিত হতে চলেছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন যার সুফল জনগন ভোগ করছে। বিশ্বের দরবারে বাংলাদেশ এখন রোল মডেল হিসাবে প্রশাংশিত।
জননেত্রী শেখ হাসিনার ভিশন উন্নত রাষ্ট্রে পরিনত করা । আধুনিক তথ্য প্রযুক্তির যুগে দেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। উন্নয়নের পাশাপাশি সরকার অসহায়, দুস্থ, মাতৃত্বভাতা, বয়ষ্কভাতা ও প্রতিবন্ধীভাতা ও বিধবাভাতা প্রদান করছে। যা অতীতের কোন সরকারের আমলে ছিল না। সরকার বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপবৃত্তি ব্যবস্থা করেন।
তিনি আরো বলেন খুলনা ৫ আসনে দুটি উপজেলার ব্যাপক উন্নয়নমুলক কাজ হয়েছে। সরকার মসজিদ, মন্দির, খেলার মাঠ, কবর স্থান, শ্মশান ঘাট, হাট বাজার, ব্রীজ কালভার্ট, রাস্তা নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে নদী-খাল খনন, স্কুল কলেজের ভবণ নির্মানের ফলে এ অঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তন ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়ন পরিষদ চত্তরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর স্বশরীরে উপস্থিতি মাধ্যমে লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
শোভনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে আলোকিত অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, বিশেষ অতিথি’র বক্তব্য দেন সমাজ সেবা কর্মকতা সুব্রত বিশ্বাস। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল গফফার বাওয়ালী, সিনিয়র সহ-সভাপতি নওশের আলী বাগাতি, আশোক সরকার শেখ কামরুজ্জামান টিপু, এপিএস সমীর দে গোরা, ইউপি সদস্য দেবব্রত সরদার, শেখর চন্দ্র মল্লিক, শিক্ষক মাইকেল মল্লিক, জিল্লুর রহমান প্রমুখ। প্রধান অতিথি সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ কদমতলা খেয়াঘাট এলাকায় প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে চলমান ব্রীজের নির্মাণ কাজ পরিদর্শন করেন । দুপুরে উপজেলা পরিষদে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ব শেখ হাসিনার ত্রান তহবিলে অসহায় এবং অসুস্থদের মাঝে আর্থিক চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চেক বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, উপজেলা প্রানিসম্পদ অফিসার ডাঃ আশরাফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান প্রমুখ।
