//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//
সুন্দরবনকে বাঁচাতে হবে, সুন্দরবনকে ভালোবাসুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট প্রেসক্লাব র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সুন্দরবন দিবস-২০২৫ পালন করেছে।
বাগেরহাট প্রেসক্লাব ও রুপান্তরের আয়োজনে এবং সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের সহযোগিতায় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ) সকালে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা কাজী মো. নূরুল করিম। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান লায়ন ড. মোঃ ফরিদুল ইসলাম, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, রুপান্তরের জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী, শিল্পী আক্তার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘সুন্দরবন জাতীয় সম্পদ। ঝড় জলোচ্ছাস এলে সুন্দরবন রক্ষা করে, মায়ের মতো আগলে রাখে। তাই সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে।’
অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, সাবেক সাধারন সম্পাদক এম আলীআকবার টুটুল, টেলিভিশন জানালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক ইয়ামিন আলী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আমিরুল হক বাবু, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারন সম্পাদক নারগিস আক্তার ইভা, জেলা স্কাউটের সাধারন সম্পাদক শেখ শাকির হোসেনসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন গনমাধ্যমকর্মীরা। আলোচনা সভায় সঞ্চালনা করেন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য শওকত আলী বাবু। আলোচনা সভার পূর্বে প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়।
