ডুমুরিয়ায় এস এফ ট্রভেলস এর হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডুমুরিয়ায় এস এফ ট্রভেলস এর হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় শনিবার (৩রা মে) সকালে এস এফ ট্রাভেলস এর আয়োজনে হজ্জ যাত্রীদের  প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা  অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত প্রশিক্ষণে  সভাপতিত্ব করেন এস এফ ট্রাভেলস চেয়ারম্যান হাফেজ মাওলানা ফারুক হাসান,

অনুষ্ঠানে প্রধান অতিথি’র  বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, প্রধান আলোচক ছিলেন সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসার সভাপতি ও  বানিয়াখালি মওলানা ভাসানী ডিগ্রি কলেজের প্রভাষক  মুফতি আব্দুল কাইয়ুম জমাদার,  বিশেষ অতিথি’র বক্তব‍্য দেন ফরিদপুর জেলার এস এফ ট্রাভেলস প্রতিনিধি ইমাম ও খতিব ফরিদপুর সদর জামে মসজিদে মুফতি শরীফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলার এস এফ ট্রাভেলস প্রতিনিধি মুফতি আসলাম হোসাইন,

ডুমুরিয়া মধুগ্রাম ইসলামীয়া আলিয়া  মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিবুর রহমান,  পাইকগাছায় এস এফ ট্রাভেলস প্রতিনিধি হাফেজ মাওলানা শামসুদ্দীন, আলহাজ্ব শিক্ষক মোঃ মিজানুর রহমান, সাতক্ষীরার প্রতিনিধি  আলহাজ্ব ইয়া ইয়া, খর্নিয়া ইউনিয়নের প্রশাসক (চেয়ারম্যান) মোঃ মনির হোসেন, ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শাহজাহান জমাদার, শেখ হেফজুর রহমান, আব্দুর রাজ্জাক, ইউ পি সদস্য শেখ রবিউল ইসলাম, এফ এম‌ মাসুদুর রহমান, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা শেখ ওমর ফারুক, আলহাজ্ব আব্দুস সাত্তার,

অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনায় ছিলেন এস এফ ট্রাভেলস প্রতিনিধি ও শাহপুর জামে মসজিদের ইমাম মাওলানা শেখ আসাবুর রহমান।  তিনি জানান  ২২ জন হজ্জযাত্রী  প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *