রূপসায় আইন-শৃঙ্খলা সভায়  ঘরেই অনলাইন জিডি করার পরামর্শ

রূপসায় আইন-শৃঙ্খলা সভায়  ঘরেই অনলাইন জিডি করার পরামর্শ

//এম মুরশীদ আলী, রূপসা//

রূপসা উপজেলা আইন-শৃঙ্খলা সভায় সভাপতি নির্বাহী অফিসার সানজিদা রিক্তা বলেন- রূপসা খেয়াঘাটে যাত্রী উঠানামা পন্টুন সমস্যার সমাধান এবং রূপসা বাস স্ট্যান্ড সহ অন্যান্য স্ট্যান্ড এলোমেলো গাড়ি রাখা থেকে সরে সারিবদ্ধভাবে রাখার নির্দেশ প্রদান করা হবে। তাছাড়া মাদক-জুয়া নজরদারি বৃদ্ধির পাশাপাশি বাল্যবিবাহ রোধে সকলকে সচেতন করতে হবে। প্রত্যেক শিশু জন্মের পর জন্ম নিবন্ধন বাধ্যতা করা বিষয়ে ইউনিয়ন পরিষদকে গুরুত্ব দিতে বলেন। বাজার তদারকি এবং চলমান বর্ষা মৌসুমে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ থেকে রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তাছাড়া আগামী সেপ্টেম্বর থেকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া কার্যক্রম শুরু করা হবে। যাদের বয়স ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত তারাই এ টিকা নিতে পারবেন। এ সকল বিষয়ে তিনি ৩০ জুলাই সকাল ১১টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে আইন-শৃঙ্খলা মাসিক সভায় বলেন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন- সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো. মাজেদুল হক কাওসার।

আইন-শৃঙ্খলা সভায় রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘরে বসে কিভাবে অনলাইনে জিডি করা যায়, সে বিষয়ে ভিডিও প্রজেক্টের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দেন। হাতের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে অনলাইন জিডি সার্চ করে এপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে সহজে জিডি করতে পারবেন এবং অন্যদের এ বিষয়ে পরামর্শ দিতে আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, আনসার-ভিডিপি সহকারি কর্মকর্তা বিপুল গাজী, রূপসা পল্লী বিদ্যুৎ ব্রাঞ্চ এজিএম প্রকৌশলী মো. এ হালিম খান, সামন্তসেনা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা শফি উদ্দিন নেছারী, মুক্তিযোদ্ধা হাসান মাহমুদ, আইচগাতী ইউনিয়ন (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. মাসুম বিল্লাহ, শ্রীফলতলা ইউনিয়ন (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম বিশ্বাস, টিএসবি ইউনিয়ন (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. আসাফুর রহমান ও চেয়ারম্যান প্রতিনিধি, জামায়াত ইসলামী উপজেলা আমীর মাওলানা হাবিবুল ইসলাম, দূর্নীতি প্রতিরোধ কমিটির মো. ওবাইদুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মো. ফাহাদ গাজী, তামিম হাসান লিওন, শামিল হাওলাদার, সজল ইসলাম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *