রামপালে ওয়ানটাইম প্লাস্টিক ব্যবহার বন্ধে বেলা’র মানববন্ধন স্মারকলিপি প্রদান

রামপালে ওয়ানটাইম প্লাস্টিক ব্যবহার বন্ধে বেলা’র মানববন্ধন স্মারকলিপি প্রদান

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবীতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও বেলা নেটওয়ার্কের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রামপালে ওয়ানটাইম প্লাস্টিক ব্যবহার বন্ধে বেলা'র মানববন্ধন স্মারকলিপি প্রদান

বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ডাকবাংলো মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামপাল সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শেখ আ. আলী, সাবেক অধ্যক্ষ মো. মজনুর রহমান, সাবেক অধ্যাপক কৃপাসিন্ধু বিশ্বাস, শেখ আফজাল হোসেন, ইসলামাবাদ সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যাপক মো. বজলুর রহমান, সুন্দরবন ডিগ্রি কলেজের অধ্যাপক মো. ইয়াছিন আলী, পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোবিন্দ লাল পাল, সিনিয়র শিক্ষক নাজমুল হুদা, জালাল উদ্দীন দুলাল, বেলার নেটওয়ার্ক সদস্য এম, এ সবুর রানা, এইচ আমিনুল হক নান্টু, মোতাহার মল্লিক, মিলন মন্ডল, কৃষ্ণা রানী দে, সবুজ রায় প্রমুখ। সভাপতির দায়িত্ব পালন করেন, অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *