মহম্মদপুরে জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুজন মাহমুদ,মাগুরা।।
১৯৮৬ সালের ১লা জানুয়ারি হুসেইন মোহাম্মদ এরশাদের হাত ধরে বাংলাদেশে জাতীয় পার্টি গঠন ও পথচলা শুরু হয়।দীর্ঘ ৩২ বছর রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রয়েছে জাতীয় পার্টি। তবে গত দুই মেয়াদে আওয়ামী লীগ সরকারের বিরোধীদল হিসেবে মহান জাতীয় সংসদে অংশগ্রহণ রয়েছে এই দলটির।

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আজ ১লা জানুয়ারি ২০২৩ ইং তারিখে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।পবিত্র কোরআন তেলয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করে।পরে দুপুর ১২ টার সময় অনুষ্ঠানিক ভাবে আলোচনা সভা শুরু হয়।

জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর দলের নেতাকর্মীরা র‌্যালী বের করে মহম্মদপুর বাজার,বাস স্ট্যান্ড, ঘুরে আবার সভাস্থলে উপস্থিত হন।বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সিরাজুস সাইফিন সাঈফ যুগ্ন আহব্বায়ক জাতীয় পার্টি মাগুরা জেলা শাখা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাতীয় পার্টির মহম্মদপুর উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোঃ মুরাদ আলী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জনাব মোঃ খসরুল আলম।
আলোচনা অনুষ্ঠান শেষে দুপুরের খাবার পরিবেশন করা হয় এবং তারপরই শুরু হয় নামকরা শিল্পীদের সমন্বয়ে সংগীতানুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *