প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মদক্ষতায় বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশে পরিণত হয়েছেঃ নারায়ন চন্দ্র চন্দ

//জাহিদুর রহমান বিপ্লব. বিশেষ প্রতিনিধি//

খুলনা- ৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, দেশকে অশান্ত ও অন্ধকারের দিকে ঠেলে দিতে না চাইলে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার দুরদর্শিতা ও কর্মদক্ষতায় বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে বদলে যাচ্ছে। তিনি দরিদ্র দেশ থেকে একটি সম্ভাবনাময় দেশে পরিণত করেছেন। মাথাপিছু আয় বেড়েছে। আমরা ২০৩০ সালে সবাইকে শিক্ষিত করব। ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হব। তিনি ২৩ ডিসেম্বর  শনিবার ডুমুরিয়া উপজেলা সদরের বাজার এলাকা ও রঘুনাথপুর ইউনিয়নে গনসংযোগ কালে এসব কথা বলেন।

শনিবার বিকেলে রঘুনাথপুর ইউনিয়নে  কোমরাইল সার্বজনিন মন্দির, কোমরাইল আলতাফের মোড়, রঘুনাথপুর বাজার, কৃষ্ণনগর সরকারী প্রাথমিক বিদ‍্যালয় প্রাঙ্গন, দেড়ুলি সাহা পাড়া, আন্দুলিয়া সরকারী প্রাথমিক বিদ‍্যালয় প্রাঙ্গন, শাহাপুর বাজার, থুকড়া বাজার, রুপরাপপুর – গজেন্দ্রপুর, দেলতলা মন্দির, মাধবকাঠী  এলাকায় পথসভা ও গনসংযোগ এবং লিফলেট বিতরণ করেন ।

বিভিন্ন পথসভায়   সভাপতিত্ব করেন রঘুনাথপুর ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক মেজবাউল আলম টুটুল । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বক্তব‍্য রাখেন  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের সাবেক সদস্য  সরদার আবু সালেহ, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ,  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার সৈয়দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার, যুবলীগের কেন্দ্রীয়  কমিটির  সদস‍্য চৈতালী হালদার, উপজেলা ভাইস চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা,  ইউপি চেয়ারম্যান মনোজিৎ বালা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান বিল্লাল, সরদার আবু হাসান, বিএম বিল্লাল, গাজী আব্দুল হক, বিভা বিশ্বাস, জিল্লুর রহমান আকুঞ্জি, তুষার কান্তি মন্ডল  তৌহিদুজ্জামান রাতুল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *