ডুমুরিয়ায় গুটুদিয়া অক্রর চন্দ্র বান্ধব মাধ্যমিক বিদ্যালয়ের এর ৮০ হছর পূতিতে এক পুর্ন মিলনী অনুষ্ঠান

ডুমুরিয়ায় গুটুদিয়া অক্রর চন্দ্র বান্ধব মাধ্যমিক বিদ্যালয়ের এর ৮০ হছর পূতিতে এক পুর্ন মিলনী অনুষ্ঠান

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ার গুটুদিয়া অক্রর চন্দ্র বান্ধব মাধ‍্যমিক বিদ‍্যালয় এর ৮০ হছর পূতিতে এক পুর্ন মিলনী অনুষ্ঠান ২৪ ডিসেম্বর শনিবার গুটুদিয়া ফুটবল ময়দানে জমকালো অনুষ্ঠানের মধ‍্যে দিয়ে সম্পন্ন হয়েছে।

সকালে সকল ব‍্যাচের আসন গ্রহন জাতিয় সঙ্গীত, বেলুন উড্ডয়ন র‍্যালী , আলোচনা সভা ও বিকেলে পুরাতন নুতন শিক্ষার্থীদের কবিতার আসর  সন্ধ‍্যায় সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয। পূর্নমিলনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা বিশ্ব বিদ‍্যালয়ের প্রাক্তন টেজারর খান আতিয়ার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্য দেন কুয়েট প্রকৌশলী বিশ্ববিদ‍্যালয় ভিসি মিহির রঞ্জন হালদার, বিশেষ অতিথির বক্তব‍্য দেন খন্দার ইয়াছিন আরেফিন। উপস্থিত ছিলেন পুলিশ হেটকোয়াটারের অতিরিক্ত ডিআইজি সরদার মারুফ, জেলা পুলিশ সুপার মাহাবুব হাসান বিপিএম, শিক্ষক শফিকুল আলমের পরিচালনায় বক্তব‍্য দেন প্রকৌশলী তিমির মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, স্কুলের পুরাতন ছাত্র সাবেক উপজেলা চেয়ারম‍্যান ফরহাদ হোসেন মোড়ল, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিক, অধির চন্দ্র বিশ্বাস, কাজী শামছুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক আতিয়ার রহমান সাবেক চেয়ারম‍্যান মোস্তফা সরোয়ার, কমিটির পিনটু বিশ্বাস, সরদার একলাচুর  রহমান প্রমুখ। সন্ধ‍্যায় এক সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *