অভয়নগরে মথুরাপুর পুড়াখালি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ,পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

অভয়নগরে মথুরাপুর পুড়াখালি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ,পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগর উপজেলার মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টার সময় জাঁকজমকপূর্ণ ভাবে উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সহকারি শিক্ষক খায়রুল ইসলাম নয়নের সঞ্চালনায় ও মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা বজায় রাখতে হবে, সমাজে মাদকের প্রভাব বিস্তার করছে, অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যেন শিক্ষার্থীরা জড়িয়ে না পড়ে সে দিকে খেয়াল রাখতে হবে। এছাড়া স্মার্টফোন থেকে বিরত থাকার প্রতি জোর তাগিদ দিয়েছেন তিনি। এছাড়া তিনি আরও বলেন লেখা পড়া শিক্ষা করে মানুষের মত মানুষ হতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠান প্রধান ফেরদৌস জাহান। সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- দৈনিক নওয়াপাড়া পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মফিজুর রহমান দপ্তরী, ৫নং শ্রীধরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ রওশন আলী মোড়ল, ইউনিয়নের সেচ্ছাসেক লীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান, উপজেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম (জুয়েল), ডাঃ মতিয়ার রহমান , নাজমুল হক প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাবু বলায় স্যারের স্মরণে তার পরিবারের পক্ষ থেকে প্রত্যেক ক্লাসের প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীকে এক হাজার টাকা পুুরষ্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *